ঢাকা, শুক্রবার   ২৯ আগস্ট ২০২৫

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৪, ২৬ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

ফিলিপাইনে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় মঙ্গলবার ১০টা ৫৯ মিনিটে উত্তর ফিলিপাইনের উঁচু শহর ডোলোরেসের কাছে এ শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, যা রাজধানী ম্যানিলা থেকে ৩৩০ কিলোমিটার (২০৫ মাইল) দক্ষিণে অনুভূত হয়েছিল।

ইউএস জিওলজিক্যাল সার্ভিস জানিয়েছে, ভূমিকম্পে আতঙ্কিত বাসিন্দারা রাস্তায় নেমে আসে এবং একটি হাসপাতালের বেশ ক্ষতি করেছে।

ভূমিকেন্দ্রের প্রায় ৬০ কিলোমিটার (৩৭ মাইল) উত্তরে বাটাক শহরের ২০০ শয্যার মারিয়ানো মার্কোস মেমোরিয়াল হাসপাতাল থেকে রোগীদের সরিয়ে নেওয়া হয়।

ডোলোরেস শহরের পুলিশ অফিসার জেফরি ব্লেন্স বলেছেন, “আতঙ্কে বাসিন্দারা দৌড়ে বাইরে আসে এবং বিল্ডিংগুলো কাঁপছিল।”

ভূমিকেন্দ্র থেকে ১০০ কিলোমিটারেও বেশি দূরে এপারি পৌরসভার একজন সদ্যে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) ওয়েবসাইটে পোস্ট করেছেন যে এটি তাদের অভিজ্ঞতার মধ্যে সবচেয়ে ব্যাপক কম্পন ছিল।

এর আগে জুলাই মাসে পাহাড়ি আবরা প্রদেশে ৭ মাত্রার ভূমিকম্পে ভূমিধস এবং স্থলভাগে ফাটল সৃষ্টি হলে এগারো জন নিহত হয় এবং কয়েক শতাধিক আহত হয়।

তার আগে ২০১৩ সালের অক্টোবরে, একটি ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প কেন্দ্রীয় দ্বীপ বোহোলে আঘাত হানে, যার ফলে ২০০ জনেরও বেশি মানুষ মারা যায়।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি