ঢাকা, রবিবার   ০৫ মে ২০২৪

বিশ্বকাপে প্রতিদিন ২৫০ মেট্রিক টন খাদ্য পাঠাচ্ছে ইরান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪১, ২১ নভেম্বর ২০২২ | আপডেট: ১৭:১২, ২১ নভেম্বর ২০২২

বিশ্বকাপ উপলক্ষে কাতারে প্রতিদিন ২৫০ মেট্রিক টন খাদ্যপণ্য রপ্তানি করছে ইরান। দেশটির বাণিজ্য উন্নয়ন সংস্থা টিপিও এ তথ্য জানিয়েছে।

সংস্থার শীর্ষ পর্যায়ের কর্মকর্তা আলী রেজা পেইমান জানান, এরইমধ্যে কয়েকটি কার্গো বিমানে করে কাতারে পণ্য পাঠানো হয়েছে। দুই দেশের মধ্যে একটি চুক্তির আওতায় এসব খাদ্যপণ্য কাতারে পাঠানো হচ্ছে।

সম্প্রতি কাতারে অনুষ্ঠিত একটি প্রদর্শনীতে টিপিও অংশ নিয়েছিল এবং সেই সময় দোহার সঙ্গে তেহরানের এ চুক্তি সই-এর ক্ষেত্র প্রস্তুত হয়।  

আলী রেজা পেইমান জানান, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাণিজ্য উন্নয়ন ঘটানো ইরানের বর্তমান সরকারের বিশেষ অগ্রাধিকার।

ভৌগলিকভাবে কাতার ইরানের দক্ষিণে অবস্থিত এবং মাঝখানে পারস্য উপসাগর পাড়ি দিয়েও সাগরপথে সহজে কাতারে পৌঁছানো যায়। 

আলী রেজা জানান, কাতারে পণ্য রপ্তানির ক্ষেত্রে ইরানের ব্যবসায়ীদের জন্য দোহা খুবই সামান্য শুল্ক আরোপ করে থাকে।

এদিকে, রোববারই (২০ নভেম্বর) শুরু হয়েছে এবারের বিশ্বকাপ ফুটবল। উদ্বোধনী ম্যাচে ইকুয়েডরের মোকাবিলা করে স্বাগতিক কাতার। ম্যাচে ২-০ গোলে জিতে ১৬ বছরের রেকর্ড ভাঙে ইকুয়েডর।

এনএস//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি