ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

মাস্কে ফিরছে ভারত, সতর্কতা জারি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২১, ২৩ ডিসেম্বর ২০২২

করোনা পরিস্থিতিতে সতর্কতার অংশ হিসেবে মাস্কেই ফিরছে ভারত। বাধ্যতামূলক না করলেও মাস্ক পরিধান, সামাজিক দূরত্ব ও টিকার বুস্টার ডোজ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এ নিয়ে বৃহস্পতিবার জরুরি বৈঠক করেছেন মোদি। খবর বিবিসি ও এনডিটিভি।

চীনে নতুন করে করোনার ঢেউ দেখা দেওয়ায় সতর্ক অবস্থানে রয়েছে ভারত। চীনের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়া করোনার অতি-সংক্রামক ওমিক্রন বিএফ.৭ ধরণ শনাক্ত হয়েছে দেশটিতে।

এ কারণে উদ্বিগ্ন ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার জরুরি বৈঠক করে। বৃহস্পতিবার রিভিউ বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী মোদিসহ কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে জনবহুল এলাকায় মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে সবাইকে করোনা টিকা ও বুস্টার ডোজ নিতে বলা হয়েছে।

তবে বৈঠকে কাউকে আতঙ্কগ্রস্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে। সাবধানতা অবলম্বনে গুরুত্ব বুঝাতে পার্লামেন্ট ভবনে বৈঠকে প্রধানমন্ত্রীসহ কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা বেশিরভাগই মাস্ক পরে আসেন।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মাস্ক পরায় জোর দিলেও সরকারের পক্ষ থেকে এখনই তা বাধ্যতামূলক করা হচ্ছে না। বুস্টার ডোজ নেওয়ার কথা বলা হলেও তা কড়াকড়ি কোনো নির্দেশ জারি করা হয়নি।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া পার্লামেন্টে জানিয়েছেন, ভারতে বিমানবন্দরগুলোতে আপাতত বিদেশি যাত্রীদের তাৎক্ষণিক নমুনা পরীক্ষা শুরু হয়েছে। ভারত সরকার সতর্ক রয়েছে, যাতে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া যায়।

এনএস//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি