ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

চীন থেকে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা দিল উ. কোরিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৭, ২ জানুয়ারি ২০২৩

চীনের বর্তমান করোনা সংক্রমণ নিয়ে বিশ্বব্যাপী উদ্বেগ দেখা দিয়েছে। এরই মধ্যে দেশটি থেকে ভ্রমণের ওপর পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা দিয়েছে চীনের প্রতিবেশি ও ঘনিষ্ঠ মিত্র দেশ উত্তর কোরিয়া। 

চীনের ন্যাশনাল ইমিগ্রেশন অ্যাডমিনিস্ট্রেশন ওয়েবসাইটে বলা হয়েছে, চীনা নাগরিকদের উত্তর কোরিয়ায় প্রবেশে সামায়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। চীন থেকে আসা উত্তর কোরিয়ান নাগরিকসহ সব যাত্রীদের বাধ্যতামূলক ৩০ দিন কোয়ারেন্টাইন এবং পর্যবেক্ষণে থাকতে হবে। তবে এটা নিশ্চিত হওয়া যায়নি, কবে থেকে এই নিষেধাজ্ঞা চালু হবে এবং কতদিন পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। খবর ভয়েস অব আমেরিকার। 

চলতি সপ্তাহে চীন ঘোষণা দেয়, এখন থেকে কেউ চীনে প্রবেশ করলে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে না। এমনিতেই দেশটিতে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। তাছাড়া দেশটিতে ওমিক্রনের উপধরন বিএফ ৭ ছড়িয়ে পড়েছে যা পূর্বের সব ধরন থেকে বেশি সংক্রামক। এর মধ্যে বাধ্যতামূলক কোয়ারেন্টাইন তুলে নিলে বিশ্বের বেশ কয়েকটি দেশ চীন থেকে আসা যাত্রীদের ক্ষেত্রে নতুন বিধিনিষেধ ঘোষণা দেয়। 

এদিকে চীনের একই সময়ে লকডাউন তুলে নেওয়া এবং শূন্য কোভিড নীতি থেকে সরে যাওয়ার ফলে দেশটিতে ব্যাপকহারে ছড়িয়ে পড়ে করোনা। এ ছাড়া সংক্রমণের এই মাত্রা অতিসংক্রামক নতুন কোনো ধরনের সৃষ্টি করতে পারে বলেও শঙ্কা তৈরি করছে। 

অন্যদিকে উত্তর কোরিয়ার এই নিষেধাজ্ঞা অন্যান্য দেশের বিধিনিষেধের চেয়ে কড়াকড়ি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। কারণ অন্যান্য দেশ চীন থেকে আসা যাত্রীদের ক্ষেত্রে কেবল করোনা টেস্ট এবং নেগেটিভ রেজাল্ট নিয়ে আসতে বলেছে। কিন্তু উত্তর কোরিয়া আরও এক ধাপ এগিয়ে গেল। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র, ইতালি জাপানসহ বেশ কয়েকটি দেশ নতুন চীন থেকে ভ্রমণকারীদের ওপর বিভিন্ন বিধিনিষেধ দিয়েছে।

এসি
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি