ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

এলএসিতে ‘একতরফা প্রচেষ্টা’র তীব্র বিরোধিতা যুক্তরাষ্ট্রের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫০, ৩০ জানুয়ারি ২০২৩

চীনের প্রেসিডেন্ট শি চিনপিং ভারত-চীন সীমান্তে অবস্থানরত পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) সৈন্যদের সঙ্গে দেখা করে ‘যুদ্ধের প্রস্তুতি পরিদর্শন’ করেছেন। এ ঘটনার কয়েকদিন পর বিষয়টি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিক্রিয়া জানিয়েছে। 

যুক্তরাষ্ট্র বলেছে, তারা প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) জুড়ে যেকোনও ‘একতরফা প্রচেষ্টা’ এবং অনুপ্রবেশের বিরোধিতা করে।

শুক্রবার স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বিভাগের প্রধান উপ-প্রেস মুখপাত্র বেদান্ত প্যাটেলকে পিএলএ সৈন্যদের প্রতি শির মন্তব্যের বিষয়ে প্রশ্ন করা হয়। হিন্দুস্তান টাইমসের প্রশ্নের জবাবে তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

প্যাটেল আরও বলেন, ‘আমরা সীমান্তে সামরিক বা বেসামরিক অনুপ্রবেশের মাধ্যমে ভূখণ্ডের দাবি অগ্রসর করার যেকোনও একতরফা প্রচেষ্টার তীব্র বিরোধিতা করি।’

মার্কিন যুক্তরাষ্ট্র ভারত ও চীনকে ‘বিতর্কিত সীমানা নিয়ে আলোচনা করার জন্য বিদ্যমান দ্বিপক্ষীয় মাধ্যমগুলো’ ব্যবহার করতে উত্সাহিত করে, যোগ করেন প্যাটেল।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, আগামী সপ্তাহে ওয়াশিংটন ডিসিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং তার মার্কিন কাউন্টারপার্ট জ্যাক সুলিভানের মধ্যে সমালোচনামূলক এবং উদীয়মান প্রযুক্তির বিষয়ে উদ্যোগের প্রথম উচ্চ পর্যায়ের সংলাপ হবে। তার আগে স্টেট ডিপার্টমেন্ট ভারতের সঙ্গে প্রযুক্তি সহযোগিতার গুরুত্বও তুলে ধরেছে। প্রযুক্তি ভাগাভাগি অতীতে সম্পর্কের ক্ষেত্রে একটি বিবাদপূর্ণ বিষয় ছিল।

প্যাটেল বলেন, ভারত বেশ কয়েকটি জায়গায় মার্কিন যুক্তরাষ্ট্রের পছন্দের জন্য গুরুত্বপূর্ণ একটি অংশীদার। এর মধ্যে রয়েছে বাণিজ্য সহযোগিতা। এটা অবশ্যই নিরাপত্তা সহযোগিতার অন্তর্ভুক্ত। এটিতে প্রযুক্তিগত সহযোগিতাও অন্তর্ভুক্ত রয়েছে।

এসি
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি