ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছে ভুটানের স্ট্রিমিং প্লাটফর্ম ‘সামুহ’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৫, ১২ ফেব্রুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

বিলিয়ন ডলারের বিনোদন শিল্পে স্ট্রিমিং প্লাটফর্ম নেটফ্লিক্স ২০২১ সালেই আয় করেছে ২৯ বিলিয়ন ডলার। একইপথে পথে হাঁটছেন ভুটানের এক নারীও, যার প্রতিষ্ঠিত একটি বিনোদন প্লাটফর্ম স্বীকৃতি পাচ্ছে আন্তর্জাতিকভাবে।

স্থানীয় সংবাদমাধ্যম ভুটানলাইভ বলছে, নাইমা জাম নামের ওই নারী ‘সামুহ’ নামের বিনোদন প্লাটফর্ম নিয়ে কাজ করছেন। কেউ চাইলে সামুহকে ‘ভুটানের নেটফ্লিক্সও’ বলতে পারেন।

প্রতিবেদনে বলা হয়, সামুহ একটি ওটিটি (ওভার দ্য টপ) প্লাটফর্ম, যেখানে ভুটানিজ বিভিন্ন কনটেন্ট প্রচার করা হচ্ছে। বিশ্বজুড়ে ১১৭টি দেশে যেকোন সময় এটি দেখা যেতে পারে। ২০২০ সালে প্রতিষ্ঠার পর দুই বছর পর আনুষ্ঠানিকভাবে চালু হয়েছিল ২০২২ সালের জুলাইয়ে।

সামুহকে বিনোদনের জন্যই মনে হলেও তা বিনোদনের চেয়েও বেশি কিছু সরবরাহ করে। প্লাটফর্মটির লক্ষ্য, ভুটানের সমৃদ্ধ ঐতিহ্য-সংস্কৃতি সংরক্ষণ করা। সেই লক্ষ্য নিয়ে সব বয়সীদের জন্য উচ্চমানের কনটেন্ট তৈরি ও প্রচার করে। সামুহ প্রকৃত চলচ্চিত্র, ওয়েব সিরিজ, ডকুমেন্টারি, মিউজিক ভিডিও এবং বাচ্চাদের কার্টুন প্রচার করে। ভুটানি সৃজনশীল শিল্পের সঙ্গে যুক্ত মেধাবীদের সহযোগিতা করে এটি।

একজন নারী হিসেবে সামুহ এর প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নাইমার নেতৃত্ব ও তার প্লাটফর্মটির উল্লেখযোগ্য সমৃদ্ধি পরিলক্ষিত হয় গত বছর। মিডিয়া, ব্রডকাস্ট এবং টেকনোলজি সেক্টর বিভাগে ‘ফিমেল লিডিং বিজনেস অপারেশন’ এর স্বীকৃতি হিসেবে ‘রাইজ অ্যাওয়ার্ড’ পান তিনি।

‘রাইজ অ্যাওয়ার্ড’ হলো ব্রডকাস্ট, টেকনোলজি ও সার্ভিস সেক্টরে ব্যতিক্রমী নারীদের অসামান্য প্রতিভা, দক্ষতা এবং কৃতিত্বের স্বীকৃতি। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ৩০০ জন নারীর মধ্য ১৬টি বিভিন্ন ক্যাটাগরিতে শীর্ষদের মনোনীত করা হয়েছিল সেসময়। লন্ডনে অনুষ্ঠিত সেই অনুষ্ঠানে নাইমার হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি