ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে বন্দুকধারীর গুলি, নিহত ২
প্রকাশিত : ০৮:৫৭, ১৮ এপ্রিল ২০২৫

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে (এফএসইউ) বন্দুকধারীর গুলিতে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ছয়জন।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১৮ এপ্রিল) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে নিহতরা শিক্ষার্থী নয় বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, সন্দেহভাজন বন্দুকধারীকে গুলি করেছে পুলিশ। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২০ বছর বয়সী ওই তরুণ ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির শিক্ষার্থী।
তিনি স্থানীয় ডেপুটি-শেরিফের সন্তান। তিনি এমন একটি হ্যান্ডগান ব্যবহার করেছেন, যেটি তার মা দায়িত্ব পালনের সময় ব্যবহার করতেন। তবে তিনি কেন এমনটি করেছেন, সে বিষয়ে কিছু বলতে পারেনি পুলিশ।
ফ্লোরিডা অঙ্গরাজ্যের রাজধানী তালাহাসি লিওন কাউন্টির শেরিফ ওয়াল্টার ম্যাকনিল বলেন, ‘অভিযুক্ত বন্দুকধারী ২০ বছর বয়সী এক তরুণ।
বন্দুকধারী আমাদের বাহিনীর এক কর্মকর্তার ছেলে। ঘটনাস্থল থেকে যে সব বন্দুক উদ্ধার করা হয়েছে, সেগুলোর মধ্যে একটি ওই কর্মকর্তার।’
হোয়াইট হাউসে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠকের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গোলাগুলির ঘটনা সম্পর্কে তাঁকে জানানো হয়েছে। তিনি এই ঘটনাকে ‘লজ্জাজনক’ এবং ‘ভয়ংকর’ বলে মন্তব্য করেছেন।
গোলাগুলির ঘটনায় স্থানীয় সময় শুক্রবার পর্যন্ত সব ক্লাস বাতিল করেছে এফএসইউ।
সব ক্রীড়া প্রতিযোগিতাও বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে এটিই প্রথম গোলাগুলির ঘটনা নয়। ২০১৫ সালে এই বিশ্ববিদ্যালয়ের এক স্নাতক পাঠাগারে গুলি করে তিনজনকে আহত করেছিলেন। পরে পুলিশ তাকে গুলি করে হত্যা করেছিল।
এসএস//
আরও পড়ুন