৬৬টি আন্তর্জাতিক সংস্থা থেকে সরে যাচ্ছে যুক্তরাষ্ট্র
প্রকাশিত : ১২:৫৯, ৮ জানুয়ারি ২০২৬
৬৬টি আন্তর্জাতিক সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের নির্দেশ দিয়ে এক স্মারকে সই করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার হোয়াইট হাউস জানিয়েছে, সংস্থাগুলো ‘এখন আর মার্কিন স্বার্থ রক্ষা করছে না’ এমন যুক্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে হোয়াইট হাউস জানায়, এই আদেশের আওতায় জাতিসংঘ সংশ্লিষ্ট ৩১টি সংস্থা এবং জাতিসংঘের বাইরে আরও ৩৫টি প্রতিষ্ঠান রয়েছে।
তবে বিবৃতিতে সংস্থাগুলোর নাম নির্দিষ্ট করা হয়নি।
এই সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্র উক্ত সংস্থাগুলোতে অংশগ্রহণ পুরোপুরি বন্ধ করবে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর যাবতীয় তহবিল বা অর্থায়নও বাতিল করে দেবে। ট্রাম্পের এই পদক্ষেপকে দ্বিতীয় মেয়াদে তার ‘আমেরিকা ফার্স্ট’ বা আমেরিকা প্রথম নীতির চরম বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে।
গত বছরের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর থেকেই ট্রাম্প একের পর এক সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিচ্ছেন। এর মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), প্যারিস জলবায়ু চুক্তি এবং জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল উল্লেখযোগ্য।
এএইচ
আরও পড়ুন










