ঢাকা, মঙ্গলবার   ১৩ জানুয়ারি ২০২৬

যুদ্ধের জন্য ইরান প্রস্তুত: আব্বাস আরাঘচি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৫, ১৩ জানুয়ারি ২০২৬ | আপডেট: ০৯:০৭, ১৩ জানুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

‘সিরিয়াস বা গুরুতর ও বাস্তব সমঝোতার’ জন্য প্রস্তুতির ঘোষণা দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, “আমরা যুদ্ধ চাই না, তবে আমরা যুদ্ধের জন্য প্রস্তুত আছি।”

বিদেশি রাষ্ট্রদূতদের এক গ্রুপে বক্তৃতা করার সময় তিনি বলেছেন, “আমরা নেগোশিয়েশন বা আলোচনার জন্য প্রস্তুত কিন্তু সেটি হতে হবে ন্যায্য আলোচনা, সমানাধিকার ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে।”

কয়েক ঘণ্টা আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে ইরান আলোচনার জন্য অনুরোধ করেছে এবং যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা হয়তো তাদের সাথে দেখা করবেন।

এরপরই ইরানের পররাষ্ট্রমন্ত্রী মি. আরাকচি আলোচনার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইএক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, আব্বাস আরাঘচি এবং ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ হুইটেকারের মধ্যে ‘যোগাযোগের চ্যানেল খোলা’ রয়েছে।

তিনি আরো বলেন, “প্রয়োজন হলে তথ্যও আদান প্রদান করা হবে।” তবে তিনি জোর দিয়ে বলেন, “আগাম হামলা” ইরানের এজেন্ডা নয়।

এদিকে, ইরানে ছড়িয়ে পড়া বিক্ষোভ দমনাভিযানে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৬৪৮ জনে দাঁড়িয়েছে। নরওয়ে-ভিত্তিক মানবাধিকার সংস্থা ‘ইরান হিউম্যান রাইটস’ (আইএইচআরএনজিও) সোমবার এ তথ্য জানিয়েছে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ১৮ বছরের নিচে ৯ জন রয়েছে। গত ১৬ দিনের বিক্ষোভে বিপুলসংখ্যক মানুষের প্রাণহানির পাশাপাশি হাজার হাজার মানুষ আহত হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।

এর আগের দিন রোববার যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা ‘এইচআরএএনএ’ ইরানের বিক্ষোভে ৫৪৪ জন নিহত হওয়ার তথ্য দেয়। একই সঙ্গে সংস্থাটি জানায়, এ সময়ের মধ্যে ১০ হাজার ৬০০ জনের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ২৮ ডিসেম্বর রাজধানী তেহরানের কয়েকটি বাজারে অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে ছোট ছোট বিক্ষোভের মাধ্যমে এই আন্দোলনের সূচনা হয়। পরে তা সারা দেশে ছড়িয়ে পড়ে। মূল্যবৃদ্ধি, তীব্র মুদ্রাস্ফীতি ও রিয়ালের দরপতনের কারণে ক্ষুব্ধ তরুণ সমাজ ও সাধারণ মানুষ টানা রাস্তায় নামতে থাকে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি