ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

ভয়াবহ ভূমিকম্পে চীনে নিহত ১৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৬, ৯ আগস্ট ২০১৭ | আপডেট: ২০:০২, ৯ আগস্ট ২০১৭

ছবি : ভূমিকম্পে আহতরা পিপল্‌স হাসপাতালে চিকিৎসাধীন। ছবি : সিনহুয়া

ছবি : ভূমিকম্পে আহতরা পিপল্‌স হাসপাতালে চিকিৎসাধীন। ছবি : সিনহুয়া

Ekushey Television Ltd.

ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল চীনের উত্তর-পশ্চিম পাশের সিচুয়ান প্রদেশ। স্থানীয় সময় মঙ্গলবার রাতে দেশটির সিচুয়ান প্রদেশে ৭ মাত্রার এই ভূমিকম্প ঘটে। বুধবার সকালেও আরেক দফা হানা দেয় ভূমিকম্প।
ভূমিকম্পে সিচুয়ান প্রদেশে ১৩ জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছে দেশটির সংবাদমাধ্যম সিনহুয়া। আহত হয়েছেন আরও অন্তত ১৭৫ জন মানুষ। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। আহতদের পিপল্‌স হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিচুয়ান প্রদেশের পার্বত্যাঞ্চল পাংশু এলাকা। ওই দুর্গম পার্বত্যাঞ্চলে মাটির ২০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হয়।
ভূমিকম্পে সীমান্তবর্তী পাংশু এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে দুর্গমাঞ্চল হওয়ায় এখনো ক্ষয়ক্ষতির বিস্তারিত বিবরণ পাওয়া যায়নি। এ ছাড়া সিচুয়ান প্রদেশের বিভিন্ন এলাকায় বাড়িঘর কেঁপে ওঠে। আতংকে ঘর থেকে বেরিয়ে আসেন সিচুয়ানের অধিবাসীরা।
এদিকে চীনের স্থানীয় আবহাওয়াবিদের বরাত দিয়ে সিনহুয়া জানায়, ভূমিকম্পে মাটির গভীরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এদিকে দেশটির উদ্ধারকারী দলের বরাত দিয়ে সিনহুয়া জানায়, দুর্গম পার্বত্য অঞ্চলে ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। পাংশু এলাকায় রওনা হয়েছে উদ্ধারকারী দল।
চীনের পার্বত্য এলাকা বলে পরিচিত সিচুয়ানে এর আগেও ২০০৮ ও ২০১১ সালে ভয়াবহ ভূমিকম্প হয়েছিল। ২০০৮ সালের রিখটার স্কেলে আট মাত্রার ভূমিকম্পে ৮৭ হাজার মানুষ প্রাণ হারিয়েছিল আর ২০১১ সালে ৬.৮ মাত্রার ভূমিকম্পে প্রাণ হারায় প্রায় দুই হাজার মানুষ।
//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি