ঢাকা, বুধবার   ০১ মে ২০২৪

হাওয়াইয়ে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের অ্যালার্ট ভুয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৯, ১৪ জানুয়ারি ২০১৮

মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হতে পারে এমন খবরে আতঙ্ক ছড়িয়ে পরে সেই এলাকায়। সেখানকার বাসিন্দাদের ফোনে বার্তা পাঠানো হয়, এটা কোন অনুশীলন বা ড্রিল নয় অর্থাৎ সত্যিকারের অ্যালার্ট।

হাওয়াই এর কর্তৃপক্ষ স্বীকার করেছে, তাদের একজন কর্মকর্তা কম্পিউটারে ভুল বাটন প্রেস করার কারণে কয়েক লাখ মানুষের কাছে এই ভুল বার্তা পৌঁছে যায়।

সেখানকার বাসিন্দাদের মোবাইলে পাঠানো বার্তায় তাদেরকে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়ার জন্য বলা হয়। হাওয়াই এর গভর্নর ডেভিড আইজি, মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর জন্য ক্ষমা চেয়েছেন।

সম্প্রতি উত্তর কোরিয়া থেকে ধারাবাহিকভাবে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার ফলে উত্তেজনা বিরাজ করছে ওই অঞ্চলে। তাই উত্তর কোরিয়া থেকে হাওয়াইতে সম্ভাব্য ক্ষেপণাস্ত্রের আঘাত হতে পারে এমন একটা অ্যালার্ম সিস্টেমে দেওয়া আছে।

ভুয়া এই অ্যালার্ম মোবাইলে যেমন পাঠানো হয় তেমনি রেডিও এবং টেলিভিশনে সম্প্রচার করা হয়।

সূত্র: বিবিসি।

একে//এসএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি