ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫

ট্রাম্পের গোপন সম্পর্কের তথ্য ফাঁস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২১, ১৮ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

সম্প্রতি  ট্রাম্পের  সাথে সাবেক এক পর্নস্টারস্ট্রোরমি ডানিয়েল এর সাথে গোপন সম্পর্কের তথ্য ফাঁস হয়েছে। পর্নো তারকা স্টোরমি ড্যানিয়েলের সঙ্গে গল্‌ফ খেলার সময় ২০০৬ সালে সাক্ষাৎ হয় ট্রাম্পের।

এরপর তার সাথে গোপন সম্পর্ক হয় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের । ২০১৬ সালে ঐ পর্ন তারকা মার্কিন টিভি চ্যানেল এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্পের সঙ্গে তার বিবাহ বহির্ভূত যৌন সম্পর্কের কথা প্রকাশ করেন। এর পরই তার মুখ বন্ধ রাখার জন্য ট্রাম্পের দীর্ঘদিনের আইনজীবী মাইকেল কোহেন ওই নারীকে এক লাখ ৩০ হাজার ডলার অর্থ প্রদান করেন।

যদিও গোটা বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন ওই আইনজীবী। একই দাবি সেই পর্নস্টারেরও।

পর্নস্টারস্ট্রোরমি ডানিয়েল এর সাথে গোপন সম্পর্ক ফাঁস হওয়ার পর অভিনেত্রী কারা ইয়ং, কাইলি ব্যাকস, রাওয়ান ব্রিওয়ার লেন, গ্যাব্রিয়েল সাবাতিনি, ক্যান্ডিস বার্গেন, কার্লা ব্রুনি এবং  এনা নিকোল স্মিথ আলিসন গিয়ানিনি সহ আরোও কয়েকজনের সাথে তার গোপন সম্পর্কের কথা ফাঁস হয়।

সূত্র: দ্য ওয়াল স্ট্রিট জার্নাল ও নিউজ ইউক

এম/টিকে

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি