ঢাকা, শনিবার   ০৪ মে ২০২৪

ট্রাম্পকে জিতিয়ে দিয়েছেন পুতিন: বুশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৬, ৯ ফেব্রুয়ারি ২০১৮

যুক্তরাষ্ট্রের ৪৩তম প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ বলেছেন, ট্রাম্পকে জিতিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল বৃহস্পতিবার আবুধাবিতে এক সম্মেলনে বুশ এমনটা দাবি করেন।

২০১৬ সালের নভেম্বরে অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিনটনকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন ডোনাল্ড ট্রাম্প। অথচ সাবেক ফার্স্ট লেডি, পররাষ্ট্রমন্ত্রী এবং দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচনে নামা হিলারি ক্লিনটনের বিজয়ী হওয়ার সম্ভাবনাই ছিল বেশি। আলোচিত সেই প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার আঁতাত নিয়ে অনেক সমালোচনা হয়েছে। এবার জর্জ ডব্লিউ বুশ সরাসরিই রাশিয়ার আঁতাত নিয়ে এমন কথা বললেন।

আলোচিত সেই প্রেসিডেন্ট নির্বাচনের পর থেকেই এতে রাশিয়ার আঁতাত নিয়ে তদন্ত শুরু করে এফবিআই। সেই তদন্তকে বাধাগ্রস্ত করতে ট্রাম্প অনেক চেষ্টা করেছেন। এ নিয়ে এফবিআইয়ের এক পরিচালক বরখাস্তও করেছিলেন ট্রাম্প। মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের যথেষ্ট প্রমাণ আছে বলে দাবি করেন বুশ। তিনি বলেন, এটা খুবই সমস্যা যে, অন্য একটি রাষ্ট্র আমাদের নির্বাচন ব্যবস্থায় ঢুকে পড়েছে।

উল্লেখ্য, গত অক্টোবর মাসেও রাশিয়ার কড়া সমালোচনা করেছিলেন বুশ। তিনি বলেছিলেন, যুক্তরাষ্ট্রে একজনকে আরেকজনের বিরুদ্ধে লাগিয়ে দেয়ার প্রকল্প হাতে নিয়েছে রাশিয়া সরকার।  

সূত্র: ওয়াশিংটন পোস্ট

একে/টিকে


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি