ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

বেঁচে নেই কো-পাইলট প্রিথুলা রশিদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২৬, ১২ মার্চ ২০১৮ | আপডেট: ১৪:০৭, ১৩ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

নেপালে বাংলাদেশি বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত হলেন কো-পাইলট প্রিথুলা রশিদ। ইউএস-বাংলা এয়ারলাইন্সের এই বৈমানিকের মৃত্যুর খবরটি নিশ্চিত করে কাঠমন্ডু মেডিক্যাল কলেজ।

কাঠমন্ডু মেডিক্যাল কলেজ থেকে প্রকাশিত ৮ জন মৃত ব্যক্তির তালিকায় নাম রয়েছে বিমানটির কো-পাইলট প্রিথুলা রশিদের। এছাড়াও বিমানটির আরেক ক্রু খাজা হোসেনের নামও আছে সে তালিকায়।

প্রিথুলার ফেসবুক আইডি থেকে দেখা যায় যে, ২০১৬ সালে ফার্স অফিসার পাইলট হিসেবে ইউএস-বাংলা এয়ারলাইন্সে যোগ দেন তিনি। এর আগে এরির‌্যাং ফ্লাইং স্কুল থেকে বৈমানিক হিসেবে প্রশিক্ষণ নেন। রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন প্রিথুলা।

এদিকে বিমানটির ক্যাপ্টেন আবেদ সুলতানের বেঁচে থাকা নিয়ে এখনও দ্বিধা দ্বন্দ্বে আছে ইউএস বাংলা এয়ারলাইনস। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আবেদের মৃত্যুর খবর ‘এখনও পাওয়া যায়নি’ বলে জানানো হয়।

তবে হাসপাতাল থেকে প্রকাশিত ৮ জন মৃত ব্যক্তির তালিকায় দুই জন ব্যক্তির নামের জায়গায় “অজ্ঞাত” লেখা হয়েছে। ধারণা করা হচ্ছে, এদের মধ্যে একজন হতে পারেন বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা আবেদ সুলতান।

//এস এইচ এস//এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি