ঢাকা, শুক্রবার   ১৬ মে ২০২৫

এবার ইমরান খানকে লক্ষ্য করে জুতা (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৯, ১৪ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

পাকিস্তানের সাবেক কিংবদন্তী কিক্রেটার ও তেহরিক-ই-পাকিস্তান (পিটিআই) দলেন প্রধান ইমরান খানকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করা হয়েছে। তবে, সেটি লক্ষ্যভ্রষ্ট হয়ে পিটিআই নেতা আলিম খানের বুকে লাগে। মঙ্গলবার একটি গুজারাতে এক জনসভায় বক্তব্য দেওয়ার সময় ইমারান খানকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করা হয়।
গত এক সপ্তাহে পাকিস্তানের তিনজন রাজনীতিককে জনসমক্ষে অপমান করা হলো। এদের মধ্যে শনিবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফের মুখে কালো কালি ছুঁড়ে মারা হয়েছিল। এ ঘটনার একদিন পর রোববার সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করা হয়। আর এবার ইমরান খানকে লক্ষ্য করে জুতা নিক্ষেপের ঘটনা ঘটল।
একটি রাজনৈতিক সমাবেশে অংশ নিতে যাওয়ার সময় ইমরানের গাড়ি লক্ষ্য করে জুতা মারা হয়। ইমরান সমর্থকরা সঙ্গে সঙ্গে জুতা নিক্ষেপকারীকে ধরে ফেলেন এবং সেখান থেকে সরিয়ে নেন।পরে বক্তব্য দেওয়া বন্ধ করে সেখান থেকে চলে যান ইমরান। পরে ওই হামলাকারীকে পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
এদিকে, পিটিআইয়ের কেন্দ্রীয় তথ্যসচিব ফাওয়াদ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। এ হামলার জন্য তিনি পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের(পিএমএল-এন)প্রতি অভিযোগের আঙুল তুলেছেন।
তিনি বলেন, এ ধরনের অপরাধ করতে ক্ষমতাসীন দল তাদের নেতাকর্মীদের উসকে দিচ্ছে।

ভিডিও দেখতে ক্লিক করুন


সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন ও জিও টিভি
/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি