ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

স্বামীর পরকীয়ায় বাধা দেওয়ায় খুনের অভিযোগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৬, ১৫ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কে বাধা দেওয়ায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে খুনের অভিযোগ উঠল। ঘটনাটি ভারতের মুর্শিদাবাদের হরিহরপাড়ার। স্থানীয়রা জানিয়েছেন, হরিহরপাড়ার চোয়া গ্রামের বাসিন্দা টুলটুলির সঙ্গে বিয়ে হয়েছিল গ্রামেরই যুবক রমানাথ সূত্রধরের। বিয়ের পর প্রথম প্রথম সবকিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু গোল বাঁধল টুলটুলি স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক জেনে যাওয়ার পরই।

অভিযোগ, টুলটুলির সঙ্গে বিয়ের পরও বৌদি উজলা সূত্রধরের সঙ্গে সম্পর্ক চালিয়ে নিয়ে যাচ্ছিলেন রমানাথ। একথা জানার পর থেকেই শুরু হয় স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি।

প্রতিবেশীরা জানিয়েছেন, বিবাহ বহির্ভূত সম্পর্ককে কেন্দ্র করে রোজই ঝগড়া হত টুলটলি ও রমানাথের। বুধবার রাতেও দুজনের মধ্যে অশান্তি হয়। টুলটুলির বাবার শ্রাদ্ধের নিমন্ত্রণকে ইস্যু করেই টুলটুলির সঙ্গে ঝামেলা বাঁধে রমানাথের। এরপরই বৃহস্পতিবার সকালে টুলটুলির নিথর দেহ উদ্ধার হয়।

টুলটুলির পরিবারের দাবি, স্বামী রমানাথ ও তার বৌদি উজলা মিলিয়ে খুন করেছে টুলটুলিকে। শ্বাসরোধ করে খুনের পর বাড়ির পিছনে জাম গাছে ঝুলিয়ে দেওয়া হয় টুলটুলির নিথর দেহ। এই ঘটনায় দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছে মৃতার পরিবার।

তথ্যসূত্র: ২৪ ঘণ্টা।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি