ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

৩০ হাজার কোটি টাকার অস্ত্র কিনবে কাতার  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২০, ১৫ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

 

জাতীয় নিরাপত্তার স্বার্থে ৩৭১ কোটি ডলার ব্যয়ে সামরিক হেলিকপ্টার কেনার সিন্ধান্ত নিয়েছে কাতার। 

মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই দেশটি এ সিন্ধান্ত নিল।

বুধবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ক্রয় বিভাগ এতথ্য প্রকাশ করে। বিমান বাহিনীর বরাত দিয়ে আল জাজিরা জানায়, ইতালির কাছ থেকে ২৮টি এনএইচ৯০ সামরিক হেলিকপ্টার কিনবে কাতার। বাংলাদেশি টাকার মূল্যে যার পরিমান হবে ৩৭১ কোটি ডলার বা ৩০ হাজার কোটি টাকার (১ ডলার ৮১ টাকা ধরে) বেশি।

কাতার নিউজ এজেন্সির বরাত দিয়ে ওই সংবাদে আরও বলা হয়, দেশটির হেলিকপ্টার বিভাগের কমান্ডার মাসুদ ফয়সাল আল হাজরি এই ক্রয়ের ব্যাপারে বলেন, আমরা কাতার বিবামন বাহিনীর সক্ষমতা ও দক্ষতা আরো বাড়াতে চাই।

ইতালির ডিফেন্স কন্ট্রাকটার লিওনার্দো এই বিক্রয়েল কাজ সম্পন্ন করছে। লিওনার্দোর প্রধান নির্বাহী আলেসান্দ্রো পুরোফিমো বলেন, আমরা খুই গর্বিত কাতারের সঙ্গে কাজ করতে পেরে। শশা করছি এই সম্পর্ক দীর্ঘমেয়াদি ও আরও শক্তিশালী হবে।

তিনি জানান, আগামী ২০২২ সালে এই হেলিকপ্টারগুলো সরবরাহ করা শুরু হবে।

গত ৯ মাসের বেশি সময় ধরে সৌদি নেতৃত্বাধীন জোটের অবরোধের মুখে রয়েছে কাতার। সৌদি জোট কাতারের সঙ্গে কূটনৈতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক বন্ধ রেখেছে।

টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি