ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

মোদি জোটে বড় ধাক্কা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৪, ১৬ মার্চ ২০১৮ | আপডেট: ১১:২৯, ১৬ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

বিজেপির নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স ছাড়লো টিডিপি। মোদী সরকারকে জোর ঝটকা দিয়ে এবার কেন্দ্রের এনডিএ জোট ছাড়ল চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশম পার্টি। দলের তরফে ইতিমধ্যেই টুইট করে বিষয়টি স্পষ্ট করা হয়েছে।

গত ৮ মার্চ এনডিএ মন্ত্রিসভা থেকে ইস্তফা দেন টিডিপির ২ মন্ত্রী। এরপরই অন্ধ্রপ্রদেশে চন্দ্রবাবু নাইডুর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন বিজেপির প্রতিনিধিরা। ফলে দুই শরিকের সংঘাত পৌঁছয় চরমে। এরপরই প্রবীন নেতাদের সঙ্গে বৈঠকে বসেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী। তারপরই এই চরম সিদ্ধান্ত। 

সূত্র: জি নিউজ

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি