ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

কোবরার কামড়েই মারা গেলেন স্বর্পরাজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩১, ১৬ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

সাপ ধরার দক্ষতা দিয়ে জনপ্রিয় হওয়া মালয়েশিয়ান নাগরিক কোবরা সাপের কামড়ে নিহত হয়েছেন। আবু জারিন হুসেন নামের এই ব্যক্তি গত সপ্তাহের সোমবার বিষাক্ত কোবরার কামড় খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আজ শুক্রবার মালয়েশিয়ার স্থানীয় একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

মালয়েশিয়ার পাহাং অঞ্চলে দমকল কর্মী হিসেবে কাজ করতেন আবু হুসেন। ‘এশিয়া গট ট্যালেন্ট’ নামক এক টিভি রিয়েলিটি শো এর মাধ্যমে সর্বপ্রথম আলোচনায় আসেন তিনি। সে অনুষ্ঠানে সাপের ঠোটে চুমু খেয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি।

এরপর মালয়েশিয়া এবং মালয়েশিয়ার বাইরের বিভিন্ন গণমাধ্যম তাকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল।

নিজের সাপ ধরার দক্ষতা তিনি সহকর্মীদের মাঝেও ছড়িয়ে দিতেন। কীভাবে না মেরেই সাপ ধরা যায় সে বিষয়ে অন্য দমকল কর্মীদের প্রশিক্ষণ দিতেন তিনি। হুসেন এক গণমাধ্যমের কাছে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন যে, সাপের ‘আচরণ’ তিনি বুঝতে পারেন।

তবে এতকিছু পরেও সেই সাপের কামড়েই তিনি মৃত্যুবরণ করেন। বিষাক্ত কোবরার কামড়ে মৃত্যু হলেও ঠিক কীভাবে এবং কেন এই ঘটনা ঘটল তা এখনও জানা যায়নি। তবে হুসেন তার শোবার ঘরে ৪টি সাপ রাখত বলে জানা যায়।

সূত্র: বিবিসি

//এস এইচ এস//টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি