ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

ভারতে আনসারুল্লাহ বাংলা টিমের ৩ সদস্য গ্রেফতার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫৮, ১৭ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

চরমপন্থী জঙ্গিগোষ্ঠী আনসারুল্লাহ বাংলা টিমের(এবিটি) সন্দেহভাজন তিন বাংলাদেশি জঙ্গিকে গ্রেফতার করেছে ভারতের পুলিশ।জঙ্গিদের আশ্রয় দেওয়ার অভিযোগে শনিবার ভারতের মহারাষ্ট্র প্রদেশের পুনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।তবে গ্রেফতারকৃত ওই তিন বাংলাদেশির নাম এখনো প্রকাশ করেনি মহারাষ্ট্র সন্ত্রাসবিরোধী স্কোয়াড।

মহারাষ্ট্র সন্ত্রাসবিরোধী স্কোয়াডের (এটিএস) এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, গত পাঁচ বছর ধরে ওই তিন বাংলাদেশি কোনো ধরনে বৈধ কাগজ-পত্র ও ভ্রমণ নথি ছাড়াই ওয়ানাভাদি ও আকুর্দি এলাকায় বসবাস করে আসছিল।

তিনি বলেন, শুক্রবার নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মহারাষ্ট্র এটিএসের সদস্যরা ওয়ানাভাদিতে অভিযান পরিচালনা করে। এসময় একজনকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদের সে আরো দুই বাংলাদেশির ব্যাপারে তথ্য দিলে আকুর্দিতে অবৈধভাবে বসবাস করা সেই দুজনকে গ্রেফতার করে হয়।

এদিকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে ওই তিন বাংলাদেশি এবিটির সদস্যদের মহারাষ্ট্রের পুনেতে আশ্রয় ও সহায়তা দেওয়ার কথা স্বীকার করেন।

সূত্র: নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস

এমএইচ/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি