ঢাকা, সোমবার   ১২ জানুয়ারি ২০২৬

মুম্বাইয়ে সেনাবাহিনীর ভবনে অগ্নিকাণ্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩৭, ১৭ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

ভারতের মুম্বাই শহরের দক্ষিণ মুম্বাইয়ের কোলাবা এলাকায় আফগান গির্জার কাছে একটি ভবনে আগুণ লাগার ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যায় ওই ভবনটির চতুর্থ তলায় আগুন লাগার ঘটনা ঘটে। ব্রিহানমুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে আগুণ লাগার বিষয়টি নিশ্চিত করেছেন।

আগুন লাগার পর তা নিয়ন্ত্রণে আনা হয়েছে বলেও জানিয়েছে ব্রিহানমুম্বাই মিউনিসিপ্যাল। তবে আগুণ লাগার ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বার্তা সংস্থা এএনআইকে জানান, আগুণ নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে  আগুনে দপ্তরটির দুটি রুম পুড়ে গেছে বলে জানান তিনি।

সন্ধ্যা ৭টা ২২ মিনিটে আগুন লাগার খবর পান বলে জানিয়েছেন  দমকল বাহিনীর কর্মকর্তারা।

দমকল বাহিনীর কর্মীরা চারটি ফায়ার ইঞ্জিন ও চারটি ফায়ার ট্যাঙ্কারের মাধ্যমে আগুণ নিয়ন্ত্রণে আনার কথা জানান।

সূত্র: এনডিটিভি

এমএইচ/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি