ঢাকা, বুধবার   ০৮ মে ২০২৪

ভারতের জন্য বার্তা: যুদ্ধের জন্য প্রস্তুত চীন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৪, ২২ মার্চ ২০১৮ | আপডেট: ০৮:৫৫, ২৩ মার্চ ২০১৮

চীন তার এক ইঞ্চি মাটিতেও অন্য কারও কর্তৃত্ব বরদাস্ত করবে না বলে হুশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। গত ২০ মার্চ দেওয়া ভাষণে শি জিনপিং বলেন, ‘আমাদের দেশের কোন অংশে আমরা কারও আগ্রাসন মেনে নেব না। এজন্য প্রয়োজনে আমরা যুদ্ধের জন্যও প্রস্তুত রয়েছি’।

উল্লেখ্য, ভারতের সঙ্গে দেশটির কাশ্মীর সীমান্ত নিয়ে দ্বন্দ্ব রয়েছে। অন্যদিকে হংকং ও তাইওয়ান স্বাধীনতার দাবিতে সোচ্চার হলেও অঞ্চল দুটিকে কোন ধরণের স্বাধীনতা দেওয়া হবে না বলে ইতোমধ্যে সাফ জানিয়ে দিয়েছে দেশটি। তবে ভারত ও যুক্তরাষ্ট্র চাইছে তাইওয়ান ও হংকংকে আলাদা করে ফেলতে। ইতোমধ্যে দেশ দুটি নানা বৈঠকও করেছে।

এদিকে ভারত-যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে শি জিনপিং বলেন, ‘স্বার্বভৌমত্বের প্রশ্নে আমরা যে কোন ধরণের রক্তক্ষয়ী যুদ্ধে জড়ানোর জন্য প্রস্তুত আছি। আমাদের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধে আমরা বিন্দু পরিমাণও পিছু হঠবো না’।

সূত্র: জি নিউজ
এমজে/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি