ঢাকা, শনিবার   ১৮ মে ২০২৪

২০২৩ সালেই ভারতে বুলেট ট্রেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৩, ১৪ এপ্রিল ২০১৮

২০২৩ সালেই ভারতের মুম্বাই-আমদাবাদ রুটে ছুটবে বুলেট ট্রেন। তবে তার আগেই ২০২২-এর ১৫ আগস্ট চালু হবে ৫০০ কিলোমিটারের এই রুটের কিছুটা অংশে ট্রেন চলাচল শুরু হয়ে যাবে। শুক্রবার একথা বলেন, রেল বোর্ডের চেয়ারম্যান অশ্বনি লোহানি।

গত বছর ১৪ সেপ্টেম্বর সবরমতীতে বুলেট ট্রেন প্রকল্পের চুক্তি হয়। চুক্তি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। ৫০৮ কিলোমিটারের এই রেলপথ তৈরি করতে খরচ হবে ১.১০ লাখ কোটি টাকা। তার মধ্যে ৮৮ হাজার কোটি টাকা স্বল্প সুদে ঋণ দিচ্ছে জাপান।
শুক্রবার একটি অনুষ্ঠানে লোহানি বলেন, আমরা এই প্রকল্পটি গড়ে তুলতে জাপানি প্রযুক্তি ব্যবহার করছি। ফলে আশা করছি কোনও ঝুঁকি ছাড়াই প্রায় ঘণ্টায় প্রায় ৩৫০ কিলোমিটার গতিতে ট্রেন চালাতে পারব সেখানে। বলে রাখি, ১৯৬৫ সাল থেকে জাপানে চলছে বুলেট ট্রেন। অথচ, এখনও পর্যন্ত সেখানে কোনও দুর্ঘটনা ঘটেনি।

৫০৮ কিলোমিটারের এই যাত্রাপথে থাকবে ১২টি স্টেশন। তারমধ্যে ৪টি স্টেশন হবে মহারাষ্ট্রে।

তথ্যসূত্র: জি ২৪ঘণ্টা।

এসএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি