ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

রাশিয়া পুতিন বিরোধী বিক্ষোভ: নাভানলিসহ গ্রেফতার ১৬০০

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২৮, ৬ মে ২০১৮

Ekushey Television Ltd.

বিশ্ব নেতৃত্বে আলোচিত-সমালোচিত একটি নাম ভ্লাদিমির পুতিন। টানা চারবারের প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে টুঁ শব্দ করলেই কপারে জোটে জেল। অথবা পুলিশি নির্যাতন। আবার কাউকে দেশছাড়া করতেও দ্বিধাবোধ করেন না সাবেক সোভিয়েত ইউনিয়নের ধারা অব্যাহত রাখা এই নেতা।

এরই অংশ হিসেবে নির্বাচন পরবর্তী ধরপাকড় শুরু করেছেন ভ্লাদিমির পুতিন। বিরোধী দলীয় নেতা অ্যালেক্সি নাভানলিসহ অন্তত ১ হাজার ৬০০ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। চতুর্থবারের মতো প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার আগ মুহূর্তে গত শনিবার দেশটির বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেছে আন্দোলনকারীরা।

অ্যালেক্সি নাভানলি ওই বিক্ষোভের ডাক দেন। দুর্নীতি বিরোধী অবস্থানের কারণে নাভানলি বিশ্বব্যাপী সমাদৃত। শুধু তাই নয়, ভ্লাদিমির পুতিনের শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত এবং ভবিষ্যতে পুতিনের সিংহাসনে নাড়িতে দিতে পারে এমন আশঙ্কাই নাভানলিকে নির্বাচনের অযোগ্য ঘোষণা করে দেশটির আদালত। আন্দোলনের মূল স্রোত ছিল পুতিনের বিরুদ্ধে।

বিক্ষোভে রাশিয়ার জার পতনের স্লোগান দিয়ে বিক্ষোভকারীরা বলেন, পুতিন আমাদের জার (রাজা) নয়। মস্কোতে হাজার হাজার বিক্ষোভকারী ঝড়ো হলে পুলিশ তাদের লক্ষ্য করে জলকামান ব্যবহার করে। তবে পুলিশের জলকামান ও লাটিপেটা উপেক্ষা করে বিক্ষোভকারীরা রাস্তা দখলে রাখে। এরপরই পুলিশ নাভানলিসহ দলটির অন্তত দেড় হাজার নেতা-কর্মীকে গ্রেফতার করে।

নাভানলিকে গ্রেফতারের পরই মস্কোর ওই স্কয়ার থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়া হয়েছে। পুলিশের বিরুদ্ধে জনতাকে উসকে দেওয়াসহ আইন ভঙ্গের অভিযোগ আনা হয়েছে নাভানলির বিরুদ্ধে।

সূত্র: হাফিংটন পোস্ট
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি