ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

২ হাজার বছর আগের যুদ্ধ ঘোড়ার সন্ধান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১৬, ১৩ মে ২০১৮

Ekushey Television Ltd.

দুই হাজার বছর আগেকার একটি সামরিক যুদ্ধ ঘোড়ার দেহাবশেষ উদ্ধার হয়েছে। ইতালীর প্রাচীণ নগরী নেপলের পম্পেতে এই দেহাবশেষ উদ্ধার করা হয়। এছাড়াও ৪০ থেকে ৫৫ বছর বয়সের মধ্যেকার এক ব্যক্তির কংকালও এসব উদ্ধার করে প্রত্বতত্ত্ববীদেরা।

পম্পে মূলত একটি ধ্বংস নগরী। প্রাচীন সভ্যতার অনেক নিদর্শন এখানে লুকিয়ে আছে। পম্পের বিভিন্ন অংশে অনেক দিন থেকে খননকাজ করছে প্রত্বতত্ত্ববীদেরা। তবে শহরের প্রতিরক্ষা দেয়ালের বাইরের একটি প্রাচীন রোমান ভিলায় যাতায়াতের জন্য দুষ্কৃতিকারীরা মাটির নিচ দিয়ে সুরঙ্গ খোড়া শুরু করে।

কালোবাজারীদের ধারণা যে, ঐ ভিলায় মূল্যবান কিছু লুকায়িত থাকতে পারে। তাই অবৈধ এসব সুরঙ্গ খনন করে তারা। এমনই এক সুরঙ্গ থেকে ঐ ঘোড়া ও মৃত ব্যক্তির দেহাবশেষ উদ্ধার করা হয়।

কালোবাজারীদের সুরঙ্গ খননের বিষয়ে জানতে পেরে সেখানে খননকাজ শুরু করে ইউনেস্কোর একটি ‘ওয়ার্ল্ড হেরিটেজ সাইট’ বিভাগের একদল গবেষক। গবেষকেরা সেখানে প্রায় ২০০ ফুট লম্বা সুরঙ্গজালে লেজার স্ক্যান পদ্ধতি ব্যবহার করেন। এর ফলে বেরিয়ে আসে ঐ ঘোড়ার দেহাবশের অস্তিত্ব।

তবে ঘোড়াটির মাংস পেশী বা অস্থির সঠিক বিন্যাস পাওয়া যায়নি সেখানে। প্লাস্টার করা অবস্থা থেকে গবেষকেরা ঘোড়াটির বিষয়ে তথ্য নিচ্ছেন। ঘোড়াটি মাটিতে যে ছাপ ফেলেছে তা বিশ্লেষণ করে পশুটি যে একটি ঘোড়া তা নিশ্চিত হয়েছেন গবেষকেরা।

গবেষকদের ধারণা, সামরিক যুদ্ধ অথবা প্যারেডে ঘোড়াটিকে ব্যবহার করা হতো।

ঘোড়াটিকে যেখানে পাওয়া গেছে তার একটু পাশে এক ব্যক্তির কংকালও উদ্ধার করেছেন গবেষকেরা। ধারণা করা হচ্ছে, ৭৮ খ্রিস্টাব্দে প্বার্শবর্তী আগ্নেয়গিরি মাউন্ড ভিসুভিয়াস থেকে যে, লাভা উদগিরণ হয়েছিল তাতে নিহত হয়ে থাকতে পারেন ঐ ব্যক্তি।

এ বিষয়ে গবেষক দলের পরিচালক অধ্যাপক মাসিমো ওসান্না ইতালীয় বার্তা সংস্থা আনসাকে বলেন, “এই আবিষ্কার প্রমাণ করে যে, অগ্নুৎপাতের পরেও মানুষ এখানে বসবাস করতো এবং ফসলও ফলাতো। অগ্নুৎপাতের ফলে যে ছাই ও পাথর শহরটিকে ধ্বংস করে দেয়, তার ওপরেই সভ্যতা টিকেছিল”।

তিনি এই আবিষ্কারকে ‘অতুলনীয়’ হিসেবে আখ্যায়িত করেন।

আর ইতালীর সংস্কৃতি মন্ত্রী ডারিও ফ্রান্সেসচিনি এটিকে ‘ব্যতিক্রমী’ হিসেবে মন্তব্য করেন।

সূত্র: ডেইলি মেইল

//এস এইচ এস//টিকে

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি