ঢাকা, সোমবার   ০৬ মে ২০২৪

নারীর পেটে শতাধিক কোকেন ক্যাপসুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৬, ২২ মে ২০১৮ | আপডেট: ১১:১৮, ২২ মে ২০১৮

এক নারীর পাকস্থলী থেকে ১০৬টি কোকেন ক্যাপসুল সফলভাবে বের করে আনা হয়েছে বলে জানিয়েছে ভারতের পুলিশ। তার কাছ থেকে পাওয়া মাদকের মূল্য আনুমানিক ৫০ মিলিয়ন রুপির মতো। ব্রাজিল থেকে সে এভাবে মাদক বহন করে এনেছিল বলে ধারণা পুলিশের।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৫ বছর বয়সী ওই নারীকে গত সপ্তাহে দেশটির রাজধানী দিল্লীর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করে পুলিশ।

কোকেন ক্যাপসুল বের করে আনার জন্য ওই মহিলাকে গত সপ্তাহে হাসপাতালে ল্যাক্সাটিন ওষুধ দেওয়া হয়েছিল বলে খবরে বলা হয়েছে।

পুলিশের ধারণা, ব্রাজিলের সাও পাওলোতে ওই নারীর পাকস্থলীতে মাদক প্রবেশ করা হয়। এরপর তাকে নির্দেশনা দেওয়া হয়েছিল ভারতে একজন নাইজেরীয় নাগরিকের কাছে কোকেনগুলো পৌঁছে দেওয়ার জন্য।

ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিভাগের কর্মকর্তারা হিন্দুস্তান টাইমস পত্রিকাকে বলেন, এ পর্যন্ত কোনও মানুষের শরীর থেকে বের করে আনা সবচেয়ে বেশি সংখ্যায় কোকেন ক্যাপসুল উদ্ধারের ঘটনা এটাই।

এগুলো কলম্বিয়ার উচ্চ মাত্রা সম্পন্ন কোকেন। বিভিন্ন স্থানে যেসমস্ত সস্তা কোকেন পাওয়া যায় সেগুলোর মতো নয় এই ক্যাপসুলগুলো।

পুলিশ এখন সেই নাইজেরীয় নাগরিককে খুঁজছে, যার কাছে ওই নারীর এসব মাদক পৌঁছানোর কথা ছিল।

সূত্র: বিবিসি

একে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি