ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

মুরসিসহ দেড় হাজার সমর্থকদের নিয়ে করা সন্ত্রাসী তালিকা অবৈধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৫, ৫ জুলাই ২০১৮ | আপডেট: ১২:০৬, ৫ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

মিশরে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সাবেক প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসিসহ ১ হাজার ৫০০ জন নাগরিককে রার্ষ্ট্রীয় সন্ত্রাসের তালিকায় রেখে দেওয়া আদালতের রায়কে অবৈধ ঘোষণা করেছে দেশটির সর্বোচ্চ আদালত।

সেনাবাহিনীর সাবেক প্রধান ও বর্তমানে দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির নেতৃত্বে সংগঠিত অভ্যুত্থানে মুরসি সরকারকে উৎখাত করা হয়। ওই রায়কে অবৈধ ঘোষণা করে, সর্বোচ্চ আদালত পুনরায় মামলাটি পুনর্বিবেচনার জন্য নিম্ন আদালতে পাঠানোর নির্দেশ দেন।

নিম্ন আদালতের দেওয়া রায়ে সন্ত্রাসের তালিকায় যুক্ত ১ হাজার ৫০০ জনের অধিকাংশই মুসলিম ব্রাদারহুড কর্মী বলে জানা গেছে। এ ছাড়া, এ তালিকায় শীর্ষে অবস্থান করছেন, দেশটির সাবেক ফুটবল তারকা মুহাম্মদ আবুতারিক। তার বিরুদ্ধে মুসলিম ব্রাদারহুডকে অর্থ সরবরাহের অভিযোগ আনা হয়েছে।

২০১৫ সালে দেশটিতে পাস হওয়া সন্ত্রাস বিরোধী আইনটিকে মানবাধিকার সংগঠনগুলো কালো আইন বলে অভিহিত করেছেন। এই আইনের আওতায় তালিকাভূক্ত নাগরিকেরা অন্য কোনো দেশে ভ্রমণ করতে পারে না। তা ছাড়া, তাদের যে কোনো মুহূর্তে গ্রেফতারও করা হয় বলে জানা গেছে।

সূত্র: আল-জাজিরা
এমজে/

.


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি