ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন মরিসন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৩, ২৪ আগস্ট ২০১৮ | আপডেট: ১০:৫৩, ২৪ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন স্কট মরিসন। শুক্রবার লিবারেল পার্টির দলীয় ভোটে পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচন করলে তাতে জিতেছেন মরিসন। বর্তমান প্রধানমন্ত্রী টার্নবুল ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেননি। অস্ট্রেলিয়ার পার্লামেন্টের অভ্যন্তরীণ সূত্রের বরাত দিয়ে এখবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

গত কয়েক দিন ধরেই টার্নবুলকে ঘিরে অস্ট্রেলিয়ার রাজনীতি উত্তপ্ত রয়েছে। তার দলের রক্ষণশীলরা দুর্বল নির্বাচনসহ বিভিন্ন কারণে বিদ্রোহ করে বসেন। তার নেতৃত্বকে চ্যালেঞ্জ করেন।

লিবারেল পার্টির হুইপ নোলা মারিনো জানান, বর্তমানে অর্থমন্ত্রীর দায়িত্বে থাকা মরিসন দলের অভ্যন্তরীণ ভোটে ৪৫-৪০ ব্যবধানে হারিয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী পিটার ডাটনকে।

অস্ট্রেলিয়ার চলমান রাজনৈতিক নাটকীয়তার শুরু গত সপ্তাহে। মঙ্গলবার বর্তমান প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলকে চ্যালেঞ্জ করেন পিটার ডাটন। কিন্তু জিতে যান টার্নবুল। মন্ত্রিত্ব ছাড়েন ডাটন। পদত্যাগ করেন ১৩ জনের মতো মন্ত্রী। দলের প্রধান নেতা নির্বাচন নিয়ে শুরু হয় বিতর্ক। আবারও টার্নবুলকে চ্যালেঞ্জ করার সিদ্ধান্ত নেন ডাটন।

বৃহস্পতিবার টার্নবুল ঘোষণা দেন, প্রধানমন্ত্রী পদে বহাল থাকতে আর কোনও চ্যালেঞ্জে যাবেন না। ওই সময় ডাটনের বিরুদ্ধে নেতৃত্বের লড়াইয়ে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেন স্কট মরিসন। পরে জুলি বিশপ নামে দলের আরেক নেতা প্রার্থী হন। দলের সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্যরা দলীয় ভোট আয়োজনে তাকে চিঠি দিলে তিনি তাতে সম্মতি জানান টার্নবুল।

টিআর/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি