ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

আইফোন জব্দ করায় সীমান্ত বাহিনীর বিরুদ্ধে মামলা মার্কিন নারীর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৩, ২৪ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

বিদেশ থেকে দেশে ফেরার সময় নিজের আইফোন জব্দ করায় সীমান্ত নিরাপত্তায় নিয়োজিত সংস্থার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন যুক্তরাষ্ট্রের এক নারী। নিউ জার্সির নিউয়ার্ক বিমানবন্দরে নিয়োজিত থাকা ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশনের (সিবিপি) বিরুদ্ধে নিউ জার্সি জেলা আদালতে মামলাটি দায়ের করা হয়।

গত ফেব্রুয়ারিতে সুইজারল্যান্ড থেকে দেশে ফিরে আসেন রেজানে লাজোজা নামের এক মার্কিন নারী। সেসময় বিমানবন্দর কর্তৃপক্ষ তার আইফোনটি আনলক করে দিতে বললে তিনি অস্বীকৃতি জানান। এরপর লাজোজার আইফোনটি জব্দ করে সিবিপি।

জব্দের প্রায় ১২০দিন পর আইফোনটি ফিরিয়ে দেওয়া হয় লাজোজার কাছে। তার আগে অবশ্য ডিভাইসটিতে থাকা ছবি এবং অন্যান্য তথ্য ঘাটিয়ে দেখে কর্তৃপক্ষ। তবে লাজোজা যখন প্রশ্ন করেন যে, ঐ তথ্যের কপি কর্তৃপক্ষ নিজেদের কাছে রেখেছেন কী না তখন কোন সদুত্তর দিতে পারেননি সংস্থার কর্তাব্যক্তিরা। সেসব তথ্য অন্য কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথেও আদান প্রদান করা হয়েছে কী না তারও কোন সদুত্তর পাওয়া যায়নি। এরপরই মামলা দায়ের করেন লাজোজা।

মামলার নথিতে লাজোজা লেখেন, “মুঠোফোনটিতে লাজোজার ব্যক্তিগত ছবি ছিলো। সেগুলোর মধ্যে পোষাকহীন অবস্থার মতো স্পর্শকাতর ছবি ছিল। এছাড়াও নিজ আইনজীবীর সাথে ব্যক্তিগত কথোপকথনও ছিল সেখানে”।

মামলার নথিতে আরও বলা হয়, “লাজোজা একজন মুসলিম নারী যিনি ধর্মীয় বিশ্বাস মতে, নিয়মিত হিজাব পরিধান করেন। এমন নারীর পোষাকবিহীন ছবি তার পরিবারের স্বজন ছাড়া অন্য কোন পুরুষ দেখতে পারেন না। সিবিপি’র কাছে লাজোজার ফোন জব্দ করার মতো কোন কারণ বা ওয়ারেন্ট ছিলো না। তাই দেশটির সংবিধানের চতুর্দশ সংশোধনী অনুযায়ী, মুঠোফোন জব্দের মাধ্যমে লাজোজার অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে”।

খুব শীঘ্রই নিউ জার্সি জেলা আদালতে মামলার প্রথম শুনানি হওয়ার কথা রয়েছে।

সূত্রঃ বিবিসি

//এস এইচ এস//

  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি