ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

২০০ কোটি মানুষ দারিদ্র্যতার কষাঘাতে জর্জরিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৩, ২৪ আগস্ট ২০১৮ | আপডেট: ২০:৪৪, ২৪ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

বিশ্বের প্রায় ২০০ কোটি মানুষ দারিদ্র্যতার কষাঘাতে জর্জরিত। আর তাদের মধ্যে ৭৫ কোটি ৩০ লাখ মানুষ চরম দারিদ্র্যতার মধ্যে বাস করছে। প্রাকৃতিক দুর্যোগ, দুর্ভিক্ষ ও সহিংসতার কারণে ওসব লোকেরা এসব সংকটে ভুগছেন।

বিশ্বের ১৩৪টি দেশের অন্তত ২০০ কোটি মানুষ দারিদ্র্যতার কষাঘাতে জর্জরিত বলে জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, ইথিওপিয়া, নাইজেরিয়া, পাকিস্তান, সোমালিয়া ও দক্ষিণ সুদানের লোকেরা মানবাধিকার সংকটে ভুগছেন।

দেশগুলোতে প্রাকৃতিক দুর্যোগ, শরণার্থী সংকট ও সহিংসতার ঘটনায় অনেকেই ভুগছে জানিয়ে প্রতিবেদনে বলা হয় এসব সমস্যা সমাধানে তুরস্ক, জার্মানি, নরওয়ে, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সহায়তা করছে।

সূত্র: আনাদুলো নিউজ এজেন্সি
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি