ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

প্রণবের পর এবার রাহুলকে সেবক সংঘের নেমন্তন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১৩, ২৭ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

রাষ্ট্রীয় সেবক সংঘের (আরএসএস) কট্টোর সমালোচক কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকেই এবার দাওয়াত করতে যাচ্ছে দলটি। মাসিক পাঠচক্র অনুষ্ঠানে রাহুলকে উপস্থিত থাকার জন্য ইতোমধ্যে নেমন্তনপত্র ও প্রস্তুত বলে জানিয়েছে দলটির এক মুখপাত্র।

আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর দিল্লীতে এ পাঠচক্রের আয়োজন করতে যাচ্ছে রাজনৈতিক দলটি। জানা গেছে, রাহুল গান্ধী ছাড়াও বাম দলের নেতা সিতারাম জেচুরিও ওই পাঠচক্রে উপস্থিত থাকবেন।

আরএসএস প্রধান মোহান ভাগাট পাঠচক্রে প্রধান বক্তা হিসেবে ভাষণ দিবেন। মূলত আরএসএসের পরিকল্পনাবিষয়ক অনুষ্ঠান ‘ভবিষ্যৎ ভারত: আরএসএসের পটভূমি’শীর্ষক আলোচনায় তিনি বক্তব্য দেবেন। সেখানেই রাহুলসহ অন্য নেতাদের উপস্থিতি আশা করছে দলটি।

উল্লেখ্য, সেবক সংঘের এক অনুষ্ঠানে সাবেক প্রেসিডেন্ট ও কংগ্রেসের প্রবীণ নেতা প্রণব মুখার্জি উপস্থিত হওয়ায় রাহুল গান্ধী এর তীব্র সমালোচনা করেন। এখন দেখা যাক, রাহুল এবার নিজে সেবক সংঘের দ্বারস্থ হন কি না?

সূত্র: এনডিটিভি
এমজে/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি