গোপনে হজ পালন করেন যারা
প্রকাশিত : ১৯:১৪, ২৭ আগস্ট ২০১৮

ইসলাম ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ হচ্ছে হজ্জ পালন করা। তাই সারা পৃথিবীতে থেকে মুসলিম সম্প্রদায়ের লোকেরা প্রতি বছর হজ পালনের জন্য মক্কায় আসেন।
তবে `আহমদিয়া মুসলিম` সম্প্রদায়ের লোকদের হজ পালন করার বৈধতা নেই। সম্প্রদায়টি নিজেদের মুসলিম হিসেবে দাবি করলেও মুসিলম পণ্ডিতরা তাদের মুসলিম হিসেবে স্বীকৃতি দেয় না। তাই তাদের হজ করার বৈধতা নেই।
এই সম্প্রদায়ের অনুসারীদের জন্য সৌদি আরবে প্রবেশ করাও নিষিদ্ধ। তবে তাদের অনেকেই গোপনে হজ পালন করতে মক্কায় আগমন করে।
গোপনে হজ পালন করা এই সম্প্রদায়ের একজন অনুসারী গণমাধ্যমকে বলেন, এখানে আসাটা খুবই ঝুকিপূর্ণ ছিল। তবে আপনি যখন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যাচ্ছেন তখন আপনিও আল্লাহর সহায়তা পাবেন। কারণ তিনি জানেন আমি একজন মুসলিম। তাই আল্লাহর সমর্থন আমি পাব।
সূত্র: বিবিসি
এমএইচ/
আরও পড়ুন