ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

সৌদিজোটের ওপর ড্রোন হামলা হুতি বিদ্রোহীদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৭, ২৭ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

ইয়েমেনের হুথি সমর্থিত সেনারা সৌদিজোটের ওপর ড্রোন হামলা চালিয়েছে। ইয়েমেনের মধ্যাঞ্চলীয় বাইদা প্রদেশে এ হামলা চালানো হয়। নাম প্রকাশ না করার শর্তে ইয়েমেনের একটি সামরিক সূত্র জানিয়েছে, ইয়েমেনের সেনা ও তাদের মিত্ররা বাইদা প্রদেশের আল-জারিবাত এলাকায় সৌদিজোটের ওপর হামলা চালায়। তার আগে ওই এলাকায় গোয়েন্দা ড্রোন দিয়ে তথ্য সংগ্রহ করা হয়।

দিনের শেষ দিকে ইয়েমেনের সেনা ও আনসারুল্লাহ যোদ্ধারা সৌদি আরবের জিজান প্রদেশের নাশাও সামরিক ঘাঁটির একটি সেনা সমাবেশে জিলজাল-১ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। তবে এতে ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য পাওয়া যায় নি।

এছাড়া, গতকাল সন্ধ্যার দিকে ইয়েমেনের সেনা ও হুথি যোদ্ধারা সৌদি আরবের নাজরান প্রদেশের হিস্‌ন আল-হামাদ ঘাঁটিতে আরেকটি ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে সৌদি আরবের বেশ কয়েকজন সেনা হতাহত হয় এবং কয়েকটি সামরিক যান ধ্বংস হয়। এর পাশাপাশি সৌদি আরবের আল-শাবাকাহ ঘাঁটিতে হামলা চালিয়ে ইয়েমেনের স্নাইপাররা সৌদি আরবের তিন সেনাকে হত্যা করেছে।

সূত্র: পার্স টুডে
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি