ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

ভিআইপি প্রটোকল তুলে নিল পাকিস্তান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৬, ২৮ আগস্ট ২০১৮ | আপডেট: ১৭:১৭, ২৮ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

পাকিস্তানের বিমান বন্দরে গোয়েন্দা সংস্থা ‘ফেডারেল ইনভেস্টিগেশন অ্যাজেন্সি’র দেওয়া ভিআইপি প্রটোকল বাতিল করে দিয়েছে সরকার। ব্যয় সঙ্কোচনের অংশ হিসেবে দেশটিতে এমন উদ্যোগ নিল সরকার। এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী, মন্ত্রীসভার সদস্য, প্রধান বিচারপতি, সামরিক বাহিনীর প্রধানসহ সরকারের ঊর্ধতন কর্মকর্তাদের প্রথম শ্রেণীর বিমান-ভ্রমণ বাতিল করে সরকার।

রোববার থেকে সরকারের নেওয়া এই উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় ইতোমধ্যে অভিবাসন সংক্রান্ত গোয়েন্দা সংস্থাগুলোকে তা মেনে চলতে নির্দেশ দিয়েছেন। বলা বাহুল্য যে, নওয়াজ শরীফের সরকারও তা বাতিলে উদ্যোগ নিয়েছিল। তবে তা ঘোষণার মধ্যেই সীমাবদ্ধ ছিল।

তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেন, পাকিস্তানের বিমানবন্দর দিয়ে যারা আসা-যাওয়া করবেন, তাদের সবার প্রতি এখন থেকে সমান মর্যাদা দেওয়া হবে। মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকতে পারে না।

উল্লেখ্য, বিশিষ্ট ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে প্রভাবশালী মহল যাতে নির্বিগ্নে বিমান বন্দর থেকে লাগেজসহ বেরোতে পারেন, এজন্যই ভিআইপি প্রটোকল ব্যবস্থা চালু আছে বিভিন্ন দেশের বিমান বন্দরগুলোতে।

সূত্র: ডন
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি