ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

মেক্সিকোর সাগরে বিলুপ্তপ্রায় ৩০০ সামুদ্রিক কচ্ছপের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৩, ২৯ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

মেক্সিকোর সাগর থেকে বিলুপ্তপ্রায় প্রজাতির ৩০০ মৃত সামুদ্রিক কচ্ছপ উদ্ধার করা হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় উপকূল অঞ্চলে মাছ ধরার জালে এসব মৃত কচ্ছপ আটকা পরে।

মেক্সিকোর ওয়াক্সাকা প্রদেশের উপকূলবর্তী অঞ্চল বারা ডি কোলোটপেক এর সমুদ্র থেকে এসব কচ্ছপ উদ্ধার করা হয়। এর কিছু সময় আগেই প্বার্শবর্তী আরেকটি অঞ্চল থেকে ১০০ মৃত সামুদ্রিক কচ্ছপ উদ্ধার করা হয়।

মেক্সিকো সরকারের পক্ষ থেকে বলা হয়, ৭৫ সেন্টিমিটার লম্বা আর ৪৫ কেজি ওজনের এসব সামুদ্রিক কচ্ছপ এখন প্রায় বিলুপ্তির পথে। মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে এসব কচ্ছপ ডিম পাড়ার জন্য উপকূলের কাছাকাছি চলে আসে।

পৃথিবীতে পাওয়া সাত ধরণের সামুদ্রিক কচ্ছপের মধ্যে ছয়টি প্রজাতির স্থায়ী বসবাস মেক্সিকো এবং মেক্সিকো উপকূলে। আর তাদেরকে রক্ষায় দেশটির আছে কঠোর আইন। দেশটির পরিবেশ রক্ষা বিষয়ক কেন্দ্রীয় কৌসুলির কার্যালয় থেকে এসব কচ্ছপ মৃতের বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানানো হয়।

বিশেষজ্ঞদের ধারণা, মাছ ধরার জন্য সমুদ্রে এক ধরণের হুক স্থাপন করেন জেলেরা। আর এমন কিছুর কারণেই মৃত্যু হতে পারে এই কচ্ছপগুলোর। তবে সঠিক কারণে এখনও জানা যায়নি।

সূত্রঃ এনডিটিভি

//এস এইচ এস//

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি