ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

মার্কিন নিষেধাজ্ঞায় ইরানে অস্থিরতা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৪, ২৯ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

একের পর এক মার্কিন নিষেধাজ্ঞার কব্জায় পড়ে ইরানের অর্থনৈতিক অবস্থা ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। দেশটির নেতৃবৃন্দ মুখে যাই বলুক না কেন, বাস্তবতা বলছে ভিন্ন কথা। এরইমধ্যে প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে সংসদ সদস্যদের দূরত্ব তৈরি হয়েছে। কেউ কেউ তাকে অযোগ্য বলে, ছাটাই করারও পক্ষে মত দিচ্ছেন।

জানা গেছে, দেশটির সংসদ সদস্যরা ইতোমধ্যে রুহানির ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত তথ্যমন্ত্রীকে অপসারণের জন্য উঠেপড়ে লেগেছেন। এরইমধ্যে তাকে অপসারণের প্রক্রিয়া শুরু করেছে সাংসদরা। প্রেসিডেন্ট হাসান রুহানির ওপর চাপ বাড়াতেই তারা এ প্রক্রিয়া হাতে নিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করায় ইরানি মুদ্রার মানও কমে যাচ্ছে।


এদিকে দেশটির সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ রুহুল্লাহ আল খোমেনি, মন্ত্রীসভার সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে খোমেনি বলেন, দিন-রাত পরিশ্রম করে হলেও এই সংকট মোকাবেলা করতে হবে।’

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি