ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

মিয়ানমারে বাঁধ ভেঙে ৮৫ গ্রাম প্লাবিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৬, ৩০ আগস্ট ২০১৮ | আপডেট: ১৩:৩০, ৩০ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

মিয়ানমারের মধ্যাঞ্চলে একটি সেচ বাঁধ ভেঙে প্রায় ৮৫টি গ্রাম প্লাবিত হয়েছে। এছাড় দেশটির সওয়ার ও ইয়েদাশি শহর ডুবে গেছে। এতে ৬৩ হাজারেরও বেশি লোক তাদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছে। এ ঘটনায় মিয়ানমারের একটি গুরুত্বপূর্ণ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

বুধবার দেশটির মধ্যাঞ্চলীয় সওয়ার খাঁড়ির ওই বাঁধটি ভেঙে গেলে নেমে আসা পানির প্রবল ধারায় সামনের গ্রামগুলো ভেসে যায়। তবে ওই দিনই দেশটির দমকল বাহিনী, সেনারা ও কর্মকর্তারা উদ্ধার অভিযান শুরু করে।

দেশটির সেচ ও পানি সম্পদ ব্যবস্থাপনা বিভাগের উপমহাপরিচালক জাও লউয়িন তুন বলেন, ক্ষতিগ্রস্ত পানি বের হওয়ার পথটির কারণেই বাঁধটি ভেঙে যায়। এমনিতে বাঁধটির অবস্থা ভালোই ছিল বলে জানান তিনি।

প্রসঙ্গত, বাঁধটির পানি ধারণ ক্ষমতা ২ লাখ ১৬ হাজার ৩৫০ একর-ফুট।

সূত্র: দ্য হিন্দু

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি