ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

রোহিঙ্গা সহায়তা অব্যাহত রাখবে যুক্তরাজ্য

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৫, ৩০ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

বাংলাদেশে অবস্থিত রোহিঙ্গাদের জন্য সহায়তা অব্যাহত রাখবে যুক্তরাজ্য। বাংলাদেশে সফররত যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এলিয়েস্টার বার্ট বৃহস্পতিবার (৩০ আগস্ট) এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন।

তিনি বলেন, যতদিন প্রয়োজন আমরা ততদিন বাংলাদেশে অবস্থিত রোহিঙ্গাদের সহায়তা দিয়ে যাবো। আমার সফরের প্রধান উদ্দেশ্য হচ্ছে রোহিঙ্গা।

এলিয়েস্টার বার্ট বলেন, আমাদের প্রধান উদ্বেগ হচ্ছে এই লোকগুলোর প্রত্যাবাসন। কারণ, তারা সবাই ফেরত যেতে চায়। কিন্তু তারা নিরাপত্তা ও সুরক্ষা না পেলে এবং তাদের নাগরিকত্বের বিষয়টি সুরাহা না হলে যেতে চাইবে না।

এ পর্যন্ত যুক্তরাজ্য ১২৯ মিলিয়ন পাউন্ড রোহিঙ্গাদের জন্য সহায়তা দিয়েছে বলে তিনি জানান।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি