ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

২০ সেকেন্ডের জন্যই বেঁচে যায় রাহুলের বিমান: ডিজিসিএ রিপোর্ট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৩, ৩১ আগস্ট ২০১৮ | আপডেট: ১৪:০১, ৩১ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর বিষয়ে ডিজিসিএ এক চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ্যে এসেছে বলে দাবি করা হচ্ছে একাধিক সংবাদ মাধ্যমে৷ গত ২৬ এপ্রিল ভারতের নয়াদিল্লি থেকে হুবলি যাওয়ার সময় রাহুল গান্ধীর চার্টার্ড বিমানে যে প্রযুক্তিগত সমস্যা দেখা দেয় তা নিয়ে ডিজিসিএ তদন্ত শুরু করে এবং এই রিপোর্টে সেই বিষয়েই কথা বলা হয়েছে বলে জানা গেছে৷

একটি বৈদ্যুতিন চ্যানেল এই রিপোর্টের ভিত্তিতে দাবি করেছে, গত ২৬ এপ্রিল বিমানে যে প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছিল তাতে ২০ সেকেন্ডের জন্য বেঁচে গিয়েছিল রাহুল গান্ধীর বিমান৷ তা ভেঙে পড়তে পারত৷ ওই চ্যানেলের মতে ডিজিসিএ-র এই রিপোর্টে এই প্রযুক্তগত সমস্যায় ষড়যন্ত্রের দিকে ইঙ্গিত করা হয়েছে৷ প্রসঙ্গত, এই ঘটমায় কংগ্রেস সভাপতির বিমানকে এমারজেন্সি ল্যান্ডিং করাতে হয়৷

কংগ্রেসের পক্ষ থেকে এই ঘটনায় এফআইআর দায়ের করা হয়৷ দলের পক্ষ থেকে ডিজিসিএ-র দাবি করা হয় এবং তদন্তের দাবি তোলা হয়৷

এরপর ডিজিসিএ তদন্তে নামে৷ ওই চ্যানেল ডিজিসিএ-র রিপোর্টের ভিত্তিতে দাবি করে, ২০ সেকেন্ড আরও দেরি হলেই রাহুল গান্ধীর বিমানটি ভেঙে পড়তে পারত৷ রিপোর্টে জানা যায়, রাহুলের চার্টার্ড প্লেনটি হঠাৎই একদিকে ঝুঁকে যেতে থাকে৷ তার থেকে শব্দও হতে থাকে৷ প্লেনটি অটো পাইলট মোডে চলে যায়৷ কর্ণাটক নির্বাচনের আগে রাহুল যখন নির্বাচনী প্রচারে ব্যস্ত ছিলেন এবং একটি সভায় বক্তব্য পেশ করতে যাচ্ছিলেন সে সময়ই এই দুর্ঘটনা ঘটে৷

সূত্র: কলকাতা ২৪x৭

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি