ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

মোদির সামনে রাহুল কিছুই নয়: কেন্দ্রীয় মন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩১, ১ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে নর্দমার কীটের সঙ্গে তুলনা করলেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী চৌবে। রাফালে ইস্যুতে মোদির বিরুদ্ধে ক্রমাগত তীব্রভাবে আক্রমন করে যাচ্ছেন রাহুল গান্ধী। এমনকি প্রধানমন্ত্রীকে মিথ্যেবাদী বলেও অভিযোগ করেছেন রাহুল গান্ধী। তার পালটা জবাব দিতে গিয়েই একটি বেসরকারি সংবাদমাধ্যমকে কেন্দ্রীয় মন্ত্রী বলে বসেন, রাহুল গান্ধী মোদির সামনে কিছুই নয়, নর্দমার কীটের সমান।

রাফালে ইস্যুতে কংগ্রেসের সুর যতই চড়ছে ততই কংগ্রেস সভাপতির বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে বিজেপি শিবিরে। এর মধ্যে আবার ফ্রান্সের সংবাদমাধ্যমও রাফালে নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে। এরই মধ্যে এদিন অশ্বিনি চৌবে অবশ্য রাহুলকে আক্রমণ করতে গিয়ে মাত্রা ছাড়িয়ে গেলেন। বললেন, কংগ্রেস সভাপতি মানসিকভাবে অসুস্থ। তার দ্রুত চিকিৎসা দরকার। যেভাবে রাফালে নিয়ে রাহুল প্রধানমন্ত্রীকে মিথ্যেবাদী বলছেন, তা শুনে আমার কষ্ট হচ্ছে। মানসিক অসুস্থতায় ভুগছেন কংগ্রেস সভাপতি। প্রধানমন্ত্রী যেখানে আকাশের সমান। সেখানে কংগ্রেস সভাপতি কী? নর্দমার কীট।

কংগ্রেস প্রশ্ন তুলতে শুরু করেছে, এবার কী তবে অশ্বিনী চৌবেকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করবেন প্রধানমন্ত্রী? কারণ এর আগে গুজরাটে ভোটের সময় কংগ্রেস নেতা মণিশংকর আইয়ার যখন মোদিকে ‘নীচ আদমি’ বলেছিলেন তখন কংগ্রেস তাকে বহিস্কার করেছিল। মণিশংকর সে মসয় দলের সংসদ সদস্য বা বিধায়ক ছিলেন না, তখন সামান্য নীচ আদমি বলায় তাকে বহিস্কার করে কংগ্রেস। সেখানে কেন্দ্রীয় মন্ত্রীর এ হেন মন্তব্য কতটা শোভনীয়? এ ক্ষেত্রে রাহুলের বিরুদ্ধে অশ্বিনীর মন্তব্য মণিশংকের চেয়ে অনেক নিম্নরুচির। তাহলে, কী এবার বরখাস্ত করা হবে অশ্বিনী। বিজেপির তরফে অবশ্য এখনও কোনও মন্তব্য আসেনি।

তথ্যসূত্র: ভারতীয় সংবাদ প্রতিদিন।
এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি