ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

ইমরান হেলিকপ্টারে চড়েন মাত্র ৫৫ টাকায়!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩৭, ১ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ২১:৩৮, ১ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ক্ষমতায় আসার পর থেকে খবরের শিরোনামে থাকেছেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী ইমরান খান। প্রধানমন্ত্রী হওয়ার পর একের পর এক সিদ্ধান্তে চমক লাগিয়েছেন তিনি। ভিআইপিদের সরকারি টাকায় বিমানের ফার্স্ট ক্লাসে যাত্রাও বন্ধ করে দিয়েছেন।

সবই ঠিকঠাক চলছিল কিন্তু তিনি নিজে হেলিকপ্টারে যাতায়াত করে নতুন করে খবরের শিরোনাম হয়েছেন। আর মজাটা এখানেই, তার দাবি হেলিকপ্টারে চড়তে নাকি খরচ হচ্ছে মাত্র ৫৫ টাকা।

ক্ষমতায় এসেই মন্ত্রীদের সরকারি খরচের লাগাম টেনেছেন তিনি। সাফ জানিয়ে দিয়েছেন সরকারি টাকায় ইচ্ছেমতো নিজের ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করতে পারবেন না। আধিকারিক থেকে শুরু করে প্রধানমন্ত্রী এমনকি প্রেসিডেন্টও।

সরকারি টাকায় বিমানের প্রথম সারিতে ভ্রমণ করাও যাবে না। মন্ত্রিসভার এক বৈঠকে এই সিদ্ধান্ত নেন তিনি।

পরে ইমরানের হেলিকপ্টার যাত্রার খবর ছড়িয়ে  পড়লে তার বিরুদ্ধে সমালোচনা শুরু হয়। তিনি নাকি পাকিস্তানেই এক বাড়ি থেকে আর এক বাড়ি উড়ে যান হেলিকপ্টারে। সঙ্গে থাকেন তার তৃতীয় স্ত্রী।

স্বাভাবিকভাবেই সেই খবরে ইমরানকে নিয়ে প্রশ্ন ওঠে। যিনি সরকারি খরচ কমাতে চাইছেন, তিন কীভাবে হেলিকপ্টারে চেপে যাওয়ার বিলাসিতা দেখান। কিন্তু তারপরই সেই প্রশ্নের ব্যাখ্যা দেন পাকিস্তান সরকার।

পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেন, চপার যাত্রা নাকি আসলে সস্তার। প্রতি কিলোমিটারে নাকি খরচ পড়ে মাত্র ৫৫ টাকা। গুগলে হিসেব কষে দেখান তিনি।

তবে স্থানীয় সংবাদমাধ্যম যে হিসেব দিচ্ছে, তাতে খরচ পড়ে প্রায় সাত হাজার টাকার কাছাকাছি।

ইমরানের এই দাবিই এখন হাসির খোরাক সোশ্যাল মিডিয়ায়। কেউ বলছেন, উবারের থেকেও সস্তা হেলিকপ্টার। মোট কথা, কেমন হেলিকপ্টারে এত কম খরচ, সেটাই ভেবে পাচ্ছেন না কেউ।

 

এমএইচ/ এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি