ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

‘ভুতুড়ে’ জাহাজের রহস্যভেদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৬, ২ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

মিয়ানমারের ইয়াঙ্গুনের কাছে সমুদ্রসৈকতে আটকা পড়া রহস্যময় একটি জাহাজ নিয়ে অনুসন্ধান চালানো হয়েছে। অবশেষে জাহাজটির রহস্যভেদ করার কথা জানিয়েছে দেশটির নৌবাহিনী।

মিয়ানমারের নৌবাহিনী বলছে, ভাঙার জন্য বাংলাদেশের একটি শিপ ব্রেকিং ইয়ার্ডে নেওয়ার সময় টাগবোট থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল জাহাজটি। 

প্রসঙ্গত, গত সপ্তাহে মিয়ানমারের জেলেরা উপকূল থেকে ১১ কিলোমিটার দূরে জাহাজটি ভাসতে দেখে। পরে তারা পুলিশে খবর দেয়। বৃহস্পতিবার নৌ বাহিনী ও সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা সমুদ্রসৈকতে আটকে পড়া ওই জাহাজটির ভেতর অনুসন্ধান চালান।

বিশ্বজুড়ে জাহাজ চলাচলের খবরাখবর দেওয়া মেরিন ট্রাফিক ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ২০০১ সালে নির্মিত ‘স্যাম রাতুলাঙ্গি পিবি ১৬০০’ এর দৈর্ঘ্য ১৭৭ মিটারের বেশি। কনটেইনার পরিবহনের কাজে ব্যবহৃত এ জাহাজের সর্বশেষ অবস্থান রেকর্ড করা হয় ২০০৯ সালে, তাইওয়ান উপকূলে। নয় বছর পর ওই জাহাজ কীভাবে ইয়াঙ্গন উপকূলে আবির্ভূত হল- সেই প্রশ্নে রহস্য ঘনীভূত হয়।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি