ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

সদ্যোজাত ১৪ পচাগলা মৃতদেহ উদ্ধারে ভারতে চাঞ্চল্য সৃষ্টি 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২২, ২ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ২৩:২৩, ২ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ভারতের কলকাতায় এক সাফাই অভিযানকে কেন্দ্র করে ১৪ টি শিশুর মৃতদেহ উদ্ধারকে ঘিরে চরম চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সম্প্রতি কলকাতার হরিদেবপুরে এ ঘটনা ঘটে।          

এ ঘটনার সাথে জড়িতদের আটক করার জন্য প্রশাসন চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে পুলিশ জানান।

প্লাস্টিক বন্দি অবস্থায় ভ্রূণ ও সদ্যোজাত শিশুর দেহ উদ্ধার হওয়াতে সন্দেহ দানা বাঁধতে শুরু করে।

এ ঘটনার সাথে কোনো গর্ভপাত বা শিশু পাচার চক্রের যোগসাজস থাকতে পারে বলে জানান কলকাতার পুলিশ কর্মকর্তারা।    

এলাকার বিভিন্ন নার্সিং হোমে পুলিশ অভিযান চালু রেখেছেন।  

উল্লেখ্য, সকালে পুরকর্মীরা সাফাইয়ের কাজ করতে গিয়ে সেখান থেকে একের পর এক শিশুর প্লাস্টিকবন্দি মৃতদেহ উদ্ধার করে। সূত্র: ওয়ান ইন্ডিয়া    

এমএইচ/এসি      

   


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি