ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

ভারতের কলকাতায় ফ্লাইওভার ভেঙে নিহত ৫ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৬, ৪ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ভারতের কলকাতায় একটি ফ্লাইওভারের একাংশ ভেঙে অন্তত পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। একটি রেললাইনের ওপর দিয়ে যাওয়া ফ্লাইওভার ভেঙে এ দুর্ঘটনা ঘটে।

আরো অনেকে ধ্বংসস্তুপের ভেতর আটকা পড়েছেন বলে আশংকা করা হচ্ছে। 

পুলিশ বলছে, তারা অন্তত পাঁচটি মৃতদেহ উদ্ধার করেছেন।

ভেঙে পড়ার সময় ফ্লাইওভারটির ওপর দিয়ে অনেক যানবাহন চলছিল। প্রত্যক্ষদর্শীরা বলছেন, বিকেল পাঁচটার দিকে দক্ষিণ কলকাতার আলিপুরের মাঝেরহাট এলাকায় ধসে পড়ার ঘটনাটি ঘটে।

রেললাইন এবং তার পাশ দিয়ে বয়ে যাওয়া একটি খালের ঠিক ওপরে ফ্লাইওভারের খানিকটা অংশ সম্পূর্ণ ভেঙে মাটিতে পড়েছে, আর একটি অংশ কোণাকুণি হয়ে আছে।

ধসে পড়া অংশটি এক বিরাট খাদের মতো দেখাচ্ছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর ছবিতে দেখা যাচ্ছে, একাধিক গাড়ি ও একটি বাস সেখানে আটকে আছে।

কলকাতার দক্ষিণাঞ্চলের সাথে সংযোগ রক্ষাকারী একটি ব্যস্ত রাস্তার ওপর ফ্লাইওভারটি তৈরি। ঘটনাস্থলে এখন ব্যাপক উদ্ধার তৎপরতা চলছে যাতে পুলিশ ও সেনাবাহিনীও যোগ দিয়েছে। বিবিসি বাংলা

এসি  

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি