ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

প্রিয়াঙ্কা-ই কি ধরছেন কংগ্রেসের হাল?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫১, ৫ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

দলকে চাঙ্গা করতে আগেই রাহুলের হাতে দায়িত্ব তুলে দিয়েছেন কংগ্রেস লিডার সোনিয়া গান্ধী। কিন্তু কাজের কাজ কিছু কি হলো? কয়েকটা রাজ্যসভা নির্বাচনে ভরাডুবির পর, এবার মাঠ সামলাতে আসছেন সোনিয়া পুত্রী প্রিয়াঙ্কা গান্ধী, এমনই গুঞ্জন শুনা যাচ্ছে ভারতের রাজনীতিতে।

স্বাস্থ্যের কারণে সোনিয়া গান্ধী বর্তমানে দলের কাজকর্ম ঠিকমতো দেখাশোনা করতে অপারগ৷ ২০১৯ সালের সংসদীয় নির্বাচনে সোনিয়া গান্ধী আদৌ দাঁড়াবেন কিনা, তা নিয়েই চলছে জল্পনা৷ কংগ্রেস থেকেও বলা হয়েছিল সমাজবাদী পার্টির সঙ্গে কংগ্রেসের আঁতাত গড়ে তুলতে প্রিয়াঙ্কার অগ্রণী ভূমিকা অনস্বীকার্য৷

২০১৪ সালের ভোটে কংগ্রেসের ভরাডুবির পর থেকেই শ্লোগান উঠেছে দলের হাল ধরুক প্রিয়াঙ্কা৷ পোস্টারও পড়েছে এখানে-সেখানে৷ প্রিয়াঙ্কা আসুক, দেশ বাঁচুক৷ রাহুলের ওপর অনেকেরই তখন আস্থা ছিল না৷ রাহুল স্বভাবে ছিলেন অন্তর্মুখী৷ অন্যদিকে প্রিয়াঙ্কার মধ্যে সবার সঙ্গে মেলামেশা করার একটা স্বাভাবিক প্রবণতা আছে, যেটা দলের পক্ষে ইতিবাচক৷ কিন্তু প্রিয়াঙ্কা চাননি পরিবারে এই নিয়ে ফাটল ধরুক৷ তাই তাতে সাড়া দেননি তিনি৷

দলে প্রিয়াঙ্কার ভবিষ্যৎ ভূমিকা নিয়ে ধোঁয়াশা কাটেনি৷ আগেও যেমন ছিল, এখনো আছে৷ সর্বভারতীয় কংগ্রেস কমিটি এআইসিসির জেনারেল সেক্রেটারি শাকিল আহমেদের কথায়, প্রিয়াঙ্কা নিজেই ঠিক করবেন আরো সক্রিয় ভূমিকা পালন করবেন কিনা৷ কাজেই পরিবারের দ্বন্দ্বটা যে রয়েই গেছে, তা অনুমেয়।

এবিষয়ে রাজনৈতিক বিশ্লেষক অমূল্য গাঙ্গুলির কাছে ডয়চে ভেলে জানতে চাইলে তিনি বলেন, ‘‘কংগ্রেসের দুর্দিন কেটে গেছে। এখন অবস্থাটা আগের চেয়ে ভালো৷ প্রিয়াঙ্কার আসার কোনো কারণ নেই৷ প্রিয়াঙ্কা ফিরে আসুক শ্লোগান সম্পর্কে বলা যায়, দলের মধ্যে অনেকে প্রিয়াঙ্কার সমর্থক৷ প্রিয়াঙ্কা ভোটে দাঁড়ালেও দাঁড়াতে পারেন৷ তবে রাহুল শীর্ষ নেতা হয়েই থাকবেন৷ রাহুলের পাশে দাঁড়িয়ে গান্ধী পরিবারের কেন্দ্রগুলি প্রিয়াঙ্কা যেমন দেখাশুনা করছিলেন, তা তেমনি চলবে৷ সামনেই চারটি রাজ্যে বিধানসভা ভোট৷ তাতে কংগ্রেস ভালো ফল করবে বলে মনে হয়৷ তারপরই ছবিটা পরিষ্কার হবে৷ আগে রাহুলের নেতৃত্ব নিয়ে যত সন্দেহ ছিল, এখন আর তা নেই৷ রাহুল আগের চেয়ে এখন অনেক পরিণত৷ মিডিয়াতেও তা বলছে৷ আর প্রিয়াঙ্কার স্বামী রবার্ট ভদ্রার বিরুদ্ধে জমি দুর্নীতির অভিযোগ তো অনেক পুরানো৷ এখনও পর্যন্ত তা প্রমাণিত হয়নি, ডয়চে ভেলেকে বললেন, রাজনৈতিক বিশ্লেষক অমূল্য গাঙ্গুলি৷

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি