ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

ট্রাম্পকে কঠিন বার্তা ইমরানের, অন্যের হয়ে যুদ্ধ আর নয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৪, ৮ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

পাকিস্তান ভবিষ্যতে কারও হয়ে কোনও যুদ্ধে নিজেকে জড়াবে না বলে স্পষ্ট জানিয়ে দিলেন দেশটির নতুন প্রধানমন্ত্রী ইমরান খান। বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে জাতীয় প্রতিরক্ষা এবং সেনা-শহিদ দিবস অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন ইমরান।

আফগানিস্তানে জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তান তাদের সঙ্গ দিচ্ছে না বলে দীর্ঘদিন ধরেই অভিযোগের আঙুল তুলছে আমেরিকা। তবে সে অভিযোগ বারবার অস্বীকার করে আসছে দেশটি। পাকিস্তানের সেনাবাহিনী যে ক্রমান্বয়ে আফগানিস্তান ও আশেপাশের অঞ্চলে সন্ত্রাস বিরোধী যুদ্ধ থেকে নিজেদের গুটিয়ে নিচ্ছে, এতেই দেশটির প্রতি রুষ্ট হয় মার্কিন প্রশাসন।

এরই ধারাবাহিকতায় পাকিস্তানকে ৩০ কোটি ডলার সাহায্য বাতিল করার কথা জানিয়েছে মার্কিন প্রশাসন। বিষয়টি নিয়ে পাক-মার্কিন চাপান-উতোর বাড়ছে। এই পরিস্থিতিতে ইমরানের বার্তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিশানা করেই বলে মনে করছেন কূটনীতিকদের একটা বড় অংশ। ইমরানের কথায়, ‘‘আমি প্রথম থেকেই যুদ্ধবিরোধী। বিদেশি রাষ্ট্রের হয়ে কোনও ভাবেই যুদ্ধে যেতে চাইব না।’’ পাকিস্তানের স্বার্থের কথা মাথায় রেখে প্রয়োজনে নয়া বিদেশ নীতি গ্রহণেরও ইঙ্গিত দিয়েছেন তিনি। ঘটনাচক্রে এ দিনই পাকিস্তানে এসেছেন তিন বিদেশমন্ত্রী ওয়াং ই।

ইমরানের দাবি, সন্ত্রাস দমনে পাক সেনাবাহিনীর মতো আত্মত্যাগ আর কেউ করেনি। তাঁর কথায়, ‘‘সেনার এই আত্মত্যাগ বিফলে যাওয়ার নয়। পাকিস্তানকে আজ সত্যিই সব দিক থেকে বিপন্মুক্ত করে রেখেছে আমাদের বাহিনী। দেশে এটাই একমাত্র সরকারি প্রতিষ্ঠান, যেখানে রাজনীতির হস্তক্ষেপ নেই।’’ অথচ পাক কূটনীতিক এবং আন্তর্জাতিক মহলের সিংহ ভাগেরই অভিযোগ, ইমরানের মসনদ দখলের পিছনে বড় ভূমিকা নিয়েছিল এই সেনাবাহিনী।

এ দিন ইমরানের সঙ্গে মঞ্চে ছিলেন পাক সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়া। তিনি বলেন, ‘‘১৯৬৫ এবং ১৯৭১-এর যুদ্ধ থেকে ঢের শিক্ষা নিয়েছে পাকিস্তান। বিপদ বুঝেই তাই পরমাণু অস্ত্র বানিয়ে নিজেদের পোক্ত করতে হয়েছে। এ বার দেশ থেকে দারিদ্র মুছে ফেলার লড়াই শুরু হোক। দুর্নীতিমুক্ত হোক দেশ।’’ ইমরানের কাছে এখন এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

সূত্র: ডন
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি