ঢাকা, মঙ্গলবার   ১৫ জুলাই ২০২৫

এরদোগানের অতিথি হলেন জাপান রাজকুমারী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৩, ১০ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১৮:১৩, ১০ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

বিখ্যাত ইলদিজ প্রাসাদে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান জাপান রাজকুমারী আকিকোকে অভ্যর্থনা জানিয়েছেন। রোববার ইস্তাম্বুল শহরে এরদোগান এ আতিথেয়তা জানান। জাপানের রাজকুমারি এরদোগানের আমন্ত্রণ গ্রহণ করে তার সঙ্গে বৈঠক করেন। এরদোগান ও রাজকুমারী দেড় ঘণ্টাব্যাপী বৈঠক করেন এবং শেষে তারা ফটোসেশনে অংশ নেন।

তুরস্কের সাকিব সাবান্সি জাদুঘরে রাজপুত্র মিকাসা ফাউন্ডেশনের একটি অনুষ্ঠানে অংশ নিতে রাজকুমারী আকিকো তুরস্কে গিয়েছেন। তুরস্কে অবস্থিত জাপানি দূতাবাস জানিয়েছে, রাজকুমারী শুক্রবার পর্যন্ত দেশটিতে থাকতে ইচ্ছা প্রকাশ করেছেন।

বিবৃতিতে আরও বলা হয়, আকিকো তুরস্ক সফরে রাজধানী আঙ্কারা, ইস্তাম্বুল ও আনাতোলিয়া প্রদেশ ভ্রমণ করবেন।

তথ্যসূত্র: ডেইলি সাবাহর।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি