২২০ কিলোমিটার গতি নিয়ে যুক্তরাষ্ট্রে হারিকেন ফ্লোরেন্স
প্রকাশিত : ১২:৪৯, ১১ সেপ্টেম্বর ২০১৮

শক্তিশালী হারিকেন ফ্লোরেন্সের কারণে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলীয় অঞ্চলের ১০ লাখেরও বেশি মানুষকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
শক্তিশালী এই ঝড়টির গতিবেগ থাকবে ঘণ্টায় ২২০ কিলোমিটার। এছাড়া দেশটির আবহাওয়া অধিদপ্তর বলছে, ফ্লোরেন্সের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়তে পারে অভাবনীয় মাত্রায়।
চতুর্থ ক্যাটাগরির এই ঘূর্ণিঝড়ের আশংকায় নর্থ ক্যারোলাইনা, সাউথ ক্যারোলাইনা ও ভার্জিনিয়ার অধিবাসীদেরকে প্রস্তুত থাকার পাশাপাশি নিরাপদ এবং সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সম্প্রতি জাপানে শক্তিশালী টাইফুন জেবির আঘাতে অন্তত ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু মানুষ। জাপানে গত ২৫ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ ঘুর্নিঝড় এটি। ঘণ্টায় ২১৬ কিলোমিটার বেগে ঝড় বয়ে যায় টাইফুনটি।
আরও পড়ুন