ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

জিম্বাবুয়েতে কলেরায় ২০ জনের মৃত্যু, জরুরি অবস্থা জারি! 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৩, ১২ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

জিম্বাবুয়েতে কলেরায় আক্রান্ত হয়ে ২০ জনের মৃত্যু হয়েছে। কলেরার মহামারী ছড়িয়ে পড়ছে দেশটিতে। কলেরার প্রাদুর্ভাব ঠেকাতে রাজধানীর হারারেতে জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানানো হয়েছে।   

জিম্বাবুয়ের স্বাস্থ্যমন্ত্রী ওবাদিয়া মোয়ো জানান, রাজধানী ছাড়াও দেশের অন্যান্য অঞ্চলেও কলেরার জীবাণু সংক্রমিত হয়েছে পুরো দেশে। এরই মধ্যে আক্রান্তের সংখ্যা দু’হাজার ছাড়িয়েছে।

এদিকে রোগ প্রতিরোধ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে জাতিসংঘ। কিন্তু পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থা ভেঙে পড়ায় কঠিন হয়ে পড়েছে সেখানে। দেশটির সরকার বলছে, চলমান অর্থনৈতিক সংকটের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। দ্রুত এ ব্যাপারে পদক্ষেপ নিতে হবে। (সূত্র: আল-জাজিরা)  

কেআই/এসি   

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি