ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

ইয়েমেনে ফের সৌদি হামলায় নিহত ১৯

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৫, ১৩ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও ইয়েমেনে ফের বিমান হামলা চালিয়েছে সৌদির নেতৃত্বাধীন জোট। এতে এক শিশুসহ অন্তত ১৫ জন বেসামরিক নিহত হন। এদিকে যুদ্ধ বিরতি সত্ত্বেও দেশটির হুদায়দা নগরীতে সৌদির হামলার ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনা শুরু হয়েছে।

জুলাই থেকে চলে আসা সংক্ষিপ্ত যুদ্ধবিরতি ভেঙে সৌদি আরব গতকাল (বুধবার) হুদায়দা নগরীতে হামলা চালায়। আল-মাসিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে বিমান হামলায় আরো ২০ জন আহত হয়েছে। খবরে বলা হয়েছে, সৌদি বাহিনী আশপাশের কয়েকটি ছোট শহর ও হুদায়দা থেকে রাজধানী সানা যাওয়ার প্রধান সড়ক দখল করে নিয়েছে।

গত সপ্তাহে জেনেভায় জাতিসংঘের উদ্যোগে অনুষ্ঠিত শান্তি আলোচনা ভেঙে যাওয়ার পর সৌদি আরব নতুন করে বিমান হামলা শুরু করে। ইয়েমেনে হুথি আনসারুল্লাহ যোদ্ধাদের দাবি পূরণ করতে জাতিসংঘ ব্যর্থ হলে শান্তি প্রক্রিয়া আটকে যায়। আনসারুল্লাহ অভিযোগ করেছিল- হুথি প্রতিনিধিদলকে জিবুতিতে আটকে রাখার পরিকল্পনা করেছিল সৌদি আরব।

এদিকে ইয়েমেনে হামলার জের ধরে সৌদির ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রও বেসামরিক নাগরিকদের উপর সৌদি হামলার সমালোচনা করেছে। শুধু তাই নয়, দেশটির পররাষ্ট্র দফতর ইতোমধ্যে সৌদিকে বেসামরিক নাগরিকদের উপর হামলা না করতে নির্দেশ দিয়েছে।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি